সেমিফাইনালে ভারতের বিপক্ষে করেছিলেন মোটে সাত রান। ফাইনালে সেঞ্চুরি পূরণ, তারপর সিজদাহ দিয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ! অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে আশিকুর রহমান শিবলীর সেঞ্চুরিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ তুলেছে ৮ উইকেটে ২৮২ রান। এছাড়াও চৌধুরী মোহাম্মদ রিজওয়ান এবং আরিফুল ইসলাম পেয়েছেন ফিফটির দেখা।
দুবাইয়ে টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৪ রানেই জিশান আলমের উইকেট হারায় বাংলাদেশ। এরপর ওপেনার আশিকুর রহমান শিবলী এবং চৌধুরী মোহাম্মদ রিজওয়ান মিলে গড়েন ১৩৫ রানের রানের জুটি। ৭১ বলে ৬০ রান করে রিজওয়ান আউট হলে আরিফুল ইসলামকে নিয়ে আবারো ৮৬ রানের জুটি গড়েন শিবলী ৪০ বলে ৫০ করে আরিফুল ফিরলেও টুর্নামেন্টের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন শিবলী, করেন ১৪৯ বলে ১২৯ রান। এছাড়াও অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি করেন ১১ বলে ২২ রান। শেষ পর্যন্ত ৫০ ওভারে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল ৮ উইকেটে তোলে ২৮২ রান।
সংযুক্ত আরব আমিরাতের পক্ষে ৫২ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন আয়মান আহমেদ। এছাড়াও ২ উইকেট পেয়েছেন অমিদ রেহমান।