৭ জুন ২০২৩, বুধবার

শিরোপা জিততে না পারার যন্ত্রণায় পুড়ছেন আর্সেনাল কোচ

- Advertisement -

এভাবেও শিরোপা হাতছাড়া করা যায়? হ্যাঁ, ২৪৮ দিন প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেও শিরোপা হাতছাড়া করেছে আর্সেনাল। বলতে পারেন, শেষে এসে গুবলেট পাঁকিয়ে শিরোপা একপ্রকার ম্যানচেস্টার সিটির হাতে তুলে দিয়েছে গানাররা। আর এতেই ক্ষোভে ফুঁসছেন আর্সেনাল কোচ মিকেল আরতেতা।

এতদিন শীর্ষে থাকার পরেও শেষে এসে শিরোপা হাতছাড়া করা মানতে পারছেন না আর্সেনাল কোচ। শনিবার নটিংহ্যাম ফরেস্টের সাথে ম্যাচ হারার পর মিকেল আরতেতা বলেন, “আমি এটা নিয়ে (লিগ হারানো) ভাবার মতো অবস্থাতে নেই। আমাদের অবশ্যই সিটিকে অভিনন্দন জানাতে হবে। সিটির সঙ্গে ১০ মাস প্রতিদ্বন্দ্বিতা করা আমাদের জন্য অবিশ্বাস্য একটা ব্যাপার ছিল। লম্বা সময় ধরে আমরা তাদের চেয়ে এগিয়ে ছিলাম” 

১৯ বছর ধরে শিরোপা খড়া কাটানোর জন্য দারুণ ছন্দে থাকা আর্সেনাল শেষ ৮ ম্যাচে জিতেছে মাত্র ২টি ম্যাচ। আর তাতেই শিরোপা দৌঁড় থেকে পিছিয়ে পড়েছে দলটি। সামনে এই মৌসুমের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সামনে ভালো করতে চান আরতেতা।

২৪৮ দিন প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে থেকেও শিরোপা হাতছাড়া

“আমরা অনেক বড় শিক্ষা পেয়েছি। আমরা দলটাকে অনেক বদলে ফেলেছি। আমরা অনেক বড় একটি ধাপ এগিয়ে গিয়েছি। সোনায় সোহাগা হতো, যদি শিরোপা জিততে পারতাম। আমরা অল্পের জন্য পারিনি” ম্যাচ শেষে জানান আরতেতা

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img