২৩ অক্টোবর ২০২৪, বুধবার

শীর্ষে উঠতে লিভারপুলের সামনে বাধা ম্যানচেস্টার ইউনাইটেড

- Advertisement -

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামছে লিভারপুল। রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে রাত ৮:৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

আর্সেনাল, ম্যানচেস্টার সিটি ও লিভারপুল, তিন দলেরই রয়েছে শিরোপা জেতার সুযোগ। গতকাল ব্রাইটনকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে মিকেল আরতেতার দল। তাতেই দুইয়ে নেমে গেছে মোহামেদ সালাহ-দারউইন নুনিয়েজরা। লিভারপুলের সমান ৭০ পয়েন্ট নিয়ে তিনে পেপ গার্দিওলার সিটি। তবে দুইয়ে থাকলেও তুলনামুলক সুবিধাজনক অবস্থানে আছে লিভারপুল। কারন, আর্সেনাল ও সিটির চেয়ে এক ম্যাচ কম খেলেছে তারা। রবিবার ম্যানইউকে হারাতে পারলেই আবারও শীর্ষে উঠবে অলরেডরা।

ম্যানইউকে হারালেই আবারও শীর্ষে উঠবে লিভারপুল

তবে ব্রুনো ফার্নান্দেজ-আলেহান্দ্রো গার্নাচোদের বিপক্ষে ম্যাচটি আলেক্সিস ম্যাক অ্যালিস্টারদের জন্য সহজ হবে না। দুই দলের সবশেষ দেখায় অ্যানফিল্ড থেকে গোলশূন্য ড্র করে ফিরেছিল ম্যানইউ। তাতে করে নিজেদের মাঠে, চেনা দর্শকদের সামনে ভাল কিছু করার স্বপ্ন দেখছে দলটি। সবশেষ এফএ কাপের কোয়ার্টার ফাইনালে লিভারপুলের বিপক্ষে ৪-৩ গোলে জয় সেই আশার পালে হাওয়া দিচ্ছে।

এফএ কাপের কোয়ার্টার ফাইনালে লিভারপুলকে ৪-৩ গোলে হারিয়েছিল ম্যানইউ

অন্যদিকে অতীত পরিসংখ্যান অবশ্য কথা বলছে লিভারপুলের হয়েই। লিগে দুই দলের সবশেষ ১১ বারের দেখায় মাত্র ১বার জিততে পেরেছে ম্যানইউ, ৬ হারের বিপরীতে ড্র করেছে ৪ ম্যাচ। সাম্প্রতিক সময়টা দারুণ কাটাচ্ছে লিভারপুল। তাদের সবশেষ ৭ অ্যাওয়ে ম্যাচের মধ্যে ৬টিতেই জয়ের হাসি হেসেছে। বিপরীতে হেরেছে মাত্র ১টি ম্যাচ।

সালাহ-ম্যাক অ্যালিস্টারদের সাম্প্রতিক ফর্ম আশা যোগাচ্ছে অলরেডদের। সবশেষ ম্যাচে দারুণ একটি গোল করেছিলেন ম্যাক অ্যালিস্টার। আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যানফিল্ডের দলটির সাথে যোগ দেওয়ার পর থেকেই খেলছেন দারুণ। অন্যদিকে সালাহ বর্তমানে লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোল স্কোরার।

 

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img