জাতীয় দলের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলার জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল ফরচুন বরিশাল ছেড়েছেন আফগানিস্তানের টপ অর্ডার ব্যাটার ইবরাহিম জাদরান। আগামী দুই ফেব্রুয়ারি থেকে লঙ্কানদের বিপক্ষে শুরু হবে আফগানদের প্রথম টেস্ট। তার আগেই দলের সাথে যোগ দিতে বাংলাদেশ ছেড়েছেন ইবরাহিম।
বরিশালের হয়ে প্রথম দুই ম্যাচে খেলেছেন জাদরান। আফগান টপ অর্ডার ব্যাটার নামের প্রতি সুবিচার করতে পারেননি। রংপুর রাইডার্সের বিপক্ষে ১২ রান করে সাকিব আল হাসানের বলে আউট হওয়ার পর দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে করেছিলেন ১১ রান।
তবে আফগান ব্যাটার বরিশাল ছাড়লেও নতুন খেলোয়াড় নিয়ে আসতে খুব একটা দেরি করেনি ফ্র্যাঞ্চাইজিটি। পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটার আহমেদ শেহজাদ ও তরুণ পেসার আকিফ জাভেদকে দলে ভিড়িয়েছে তারা।
শেহজাদ ২০১৯ সালের পর থেকে জাতীয় দলের বাইরে। এ সময় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেছেন তিনি। বিপিএলেও বেশ পরিচিত নাম শেহজাদ। বাংলাদেশের ঘরোয়া এ ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতায় অনেক কয়েকটি দলের হয়ে খেলেছেন তিনি। শুধু খেলেননি, বেশ সফলও শেহজাদ। গত বছরে ঢাকা ডমিনেটরসের হয়ে বিপিএলে খেলেছিলেন তিনি।
অন্যদিকে আকিফ জাভেদ প্রথমবারের মতো বিপিএলে ডাক পেয়েছেন। ২৩ বছর বয়সী বাহাতি এ পেসারের এখনো পাকিস্তানের হয়ে আর্ন্তজাতিক ক্রিকেটে অভিষেক হয়নি।