১৫ ডিসেম্বর ২০২৪, রবিবার

শুক্রবার ভোরে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা

- Advertisement -

নিজেদের ম্যাচটি অনাহুত ও বিশৃঙ্খল পরিস্থিতিতে পণ্ড হবার পর আবারো মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে এবার আর একে অপরের মুখোমুখি নয়, ভিন্ন ভিন্ন দলের বিপক্ষে।

২০২২ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের  বাছাইপর্বে দুটি পৃথক ম্যাচে শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৬:৩০ এ মুখোমুখি হবে ব্রাজিল ও পেরু। তার ঠিক একঘন্টা আগে বাংলাদেশ সময় ভোর ৫:৩০ এ আর্জেন্টিনা খেলবে বলিভিয়ার বিপক্ষে।

গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল মাঠে নামবে পেরুর বিপক্ষে

ব্রাজিল বনাম আর্জেন্টিনা হাইভোল্টেজ ম্যাচটি নিয়ে সকলের প্রত্যাশা ছিল তুঙ্গে। তবে রোববার ম্যাচের মাত্র ৬ মিনিট অতিবাহিত হতেই ব্রাজিলিয়ান স্বাস্থ্য কর্মকর্তারা মাঠে ঢুকে চারজন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা  আর্জেন্টাইন ফুটবলারকে অপসারণ করতে চেষ্টা করেন। তারা নাকি দেশটির কোভিড সংক্রান্ত নীতিমালা ভঙ্গ করেছে, এই মর্মে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। মাঠে শুরু হয় তর্কবিতর্ক, বিশৃঙ্খল পরিস্থিতি। পরবর্তীতে ম্যাচটি স্থগিত হয়ে যায়। আর্জেন্টিনা দেশে ফিরে যায়।

ব্রাজিল-আর্জেন্টিনার নিজেদের মধ্যকার ম্যাচটি হয়েছিল পণ্ড

ফুটবল দুনিয়ায় তুমুল আলোড়ন তুলেছে এই ঘটনাটি। ফিফা থেকে করা হচ্ছে তদন্তও। তবে সেই ম্যাচ এখন অতীত। ব্রাজিল ও আর্জেন্টিনা কাল ভোরে মাঠে নামবে বাছাইপর্বে তাদের পরের ম্যাচ দুটি খেলতে।

আর্জেন্টিনা ঘরের মাঠে মুখোমুখি হবে পেরুর

বাছাইপর্বে ২১ পয়েন্ট নিয়ে ব্রাজিল রয়েছে গ্রুপের শীর্ষে, সাত ম্যাচে সাতটিই জিতেছে ‘সেলেসাও’ রা। প্রতিপক্ষ পেরু রয়েছে ৭ম স্থানে। তাদের সর্বশেষ দেখা হয়েছিল কোপা আমেরিকা সেমিফাইনালে। সেই ম্যাচে ১-০ গোলে জেতে ব্রাজিল। অপরদিকে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ আর্জেন্টিনা। বাছাইপর্বে কোন ম্যাচ হারেনি তারাও, তবে ৭ ম্যাচে ৪টি জয়ের বিপরীতে তাদের রয়েছে ৩টি ড্র। তাদের প্রতিপক্ষ বলিভিয়া রয়েছে ৯ম স্থানে।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img