১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার

শুরুটা আক্ষেপময় হলেও শেষটাতেই স্বস্তি

- Advertisement -

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে ভারতকে ৬ রানে হারিয়েছে টাইগাররা।

এশিয়া কাপের পুরো যাত্রাটাই টাইগারদের জন্য সুখকর না হলেও নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে জিতেছে টাইগাররা। বাংলাদেশের দেয়া ২৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। প্রথম স্পেলে নতুন বলে পেসার তানজিম সাকিব ছিলেন দুর্দান্ত।

এরপর বাকি ভারতীয় ব্যাটাররা ইনিংস তেমন বড় করতে না পারলেও উইকেটের আরেক প্রান্ত থেকে ঠিকই লড়াই করছিলেন শুভমান গিল। করেছেন সেঞ্চুরিও। শুভমান গিল যখন ব্যক্তিগত ১২১ রানে আউট হন তখন ভারতের স্কোর ২০৯।

তবে শেষের দিকে ভারতীয় ব্যাটার অক্ষর প্যাটেল একটু চেষ্টা করলেও মুস্তাফিজের অভিজ্ঞতার কাছে আর পেরে উঠতে পারেননি। যার ফলে ৬ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২৬৬ রান তোলে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৮০ রানের ইনিংস খেলেন অধিনায়ক সাকিব আল হাসান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img