কলম্বোতে শ্রীলঙ্কার দেয়া ২৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ ওপেনাররা। পাওয়ারপ্লে শেষে তাদের সংগ্রহ বিনা উইকেটে ৪৭ রান।
শুরু থেকেই দেখেশুনে ব্যাট করতে থাকেন দুই টাইগার ওপেনার। প্রথম ওভারে তেমন রান না আসলেও দ্বিতীয় ওভারে দুটি বাউন্ডারি হাঁকান মিরাজ। এরপর থেকেই দেখেশুনে ব্যাট করতে থাকেন দুই ওপেনার। যদিও নাঈম ঠিক ভালোভাবে টাইমিং করতে পারছিলেন না। তবে উইকেটের অপরপ্রান্তে দেখেশুনে খেলার পাশাপাশি রানও করছিলেন মিরাজ। যার সুবাদে প্রথম ১০ ওভারে কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। নাঈম ১৯ রানে এবং মিরাজ ২২ রানে অপরাজিত আছেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ২৫৭ রানের লড়াকু পুঁজি পায় শ্রীলঙ্কা। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৯৩ রান করেছেন ডানহাতি ব্যাটার সাদিরা সামারাবিক্রমা এবং বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদন ও হাসান মাহমুদ উভয়েই নিয়েছেন তিনটি করে উইকেট।