১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার

পাল্টা আক্রমণ করতে গিয়ে বিপদে বাংলাদেশ

- Advertisement -

ইংল্যান্ডের দেওয়া ৩৬৫ রানের টার্গেট, নিশ্চিত ভাবেই কিছুটা চাপ নিয়েই ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। তবে প্রথম ওভারে লিটন কুমার দাশের তিন বাউন্ডারিতে মনেই হয়নি চাপ কাজ করছে। এরপরই শুরু হয় টাইগার ব্যাটারদের যাওয়া আসার পালা। পাওয়ারপ্লের মধ্যেই চার উইকেট হারিয়েছে বাংলাদেশ।

প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে রান করতে পারেননি তানজিদ হাসান তামিম। এদিনও তরুণ ওপেনারের উপর ভরসা রেখেছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু, আস্থার প্রতিদান দিতে পারেননি তিনি। দ্বিতীয় স্লিপে জনি বেয়ারস্টোকে ক্যাচ দেওয়ার আগে ২ বলে করেছেন ১ রান।

সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে থাকা নাজমুল হোসেন শান্তও পারেননি কিছুই করতে। নিজের খেলা প্রথম বলেই প্যাভিলিয়নে ফেরেন তিনি। এরপর দলের হাল ধরার চেষ্টা করছেন সাকিব আল হাসান ও লিটন কুমার দাশ। কিন্তু, টাইগার অধিনায়কও পারেননি তেমন কিছু করতে। ৯ বলে মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। বাংলাদেশের প্রথম তিন উইকেটই নিয়েছেন রিস টপলি।

এরপর চেষ্টা করেছিলেন মেহেদী হাসান মিরাজ। আগের ম্যাচে দারুণ খেলা এ অলরাউন্ডার উইকেটের পেছনে জস বাটলারকে ক্যাচ দিয়ে ফিরেছেন। মিরাজের উইকেট নিয়েছেন ক্রিস ওকস।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত, বাংলাদেশের সংগ্রহ ১০ ওভারে চার উইকেট হারিয়ে ৫৭ রান। লিটন অপরাজিত আছেন ৪৪ রানে, মুশফিকুর রহিমের সংগ্রহ ১ রান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img