বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে দ্রুত তিন উইকেট হারিয়ে বিপদে পড়েছে রংপুর রাইডার্স।
ইনিংসের প্রথম বলেই ব্রান্ডন কিংকে দারুণ ইনসুইং ইয়র্কারে বোল্ড করে প্যাভিলিয়নে ফিরিয়েছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ ইমরান। এরপর রংপুরকে সবচেয়ে বড় ধাক্কাটা দিয়েছেন খালেদ আহমেদ। প্রথমে তার বলে থার্ডম্যানে ক্যাচ দিয়ে ফিরেছেন রনি তালুকদার। এরপর সেই ওভারের শেষ বলে বোল্ড হয়েছেন সাকিব আল হাসান।
দ্রুত তিন উইকেট হারানোর পর অধিনায়ক নুরুল হাসান সোহান ও আজমতউল্লাহ ওমরজাই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২৯ রান সংগ্রহ করেছে রংপুর। সোহান অপরাজিত আছেন ৯ রানে, ওমরজাইয়ের সংগ্রহ ৫ রান।