আগে গোল হজম, এরপর ঘুরিয়ে দাঁড়িয়ে জেতা যেন রিয়াল মাদ্রিদের অভ্যাসে পরিণত হয়েছে। বিশেষ করে প্রতিযোগিতাটি যদি চ্যাম্পিয়ন্স লিগ হয় তাহলে আর কথায় নেই। বুধবার রাতে ইউরোপ সেরার লড়াইয়ে নাপোলির বিপক্ষে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে কার্লো আনচেলত্তির দল।
অথচ ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়মে আগে গোল হজম করে পিছিয়ে পড়েছিল রিয়াল মাদ্রিদ। ১৯ মিনিটে স্বাগতিকদের লিড এনে দেন লিও স্কিরি ওস্তিগার্ড। তবে ঘুরে দাঁড়াতে বেশিক্ষণ সময় নেয়নি লস ব্লাঙ্কোসরা। ২৭ মিনিটে রিয়ালকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র।
সমতায় ফেরার পর জেগে ওঠে রিয়াল শিবির। ৩৪ মিনিটে আনচেলত্তির দলকে লিড এনে দেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। দুই জনকে কাটিয়ে অসাধারণভাবে বল জালে জড়ান তিনি। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে একের পর এক গোল করেই চলেছেন তরুণ এ মিডফিল্ডার। ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আনচেলত্তির দল।

দ্বিতীয়ার্ধের ৯ মিনিটের মাথায় সমতা ফেরায় নাপোলি। ৫৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন পিওতর জিলেনস্কি। এরপর আক্রমণের ধার বাড়ায় রিয়াল মাদ্রিদ। তবে গোলের দেখা পাচ্ছিল না তারা। ৭৮ মিনিটে ফেদেরিকো ভালভার্দে দূর থেকে শট নিয়েছিলেন কিন্তু বল পোস্টে লেগে ফিরে এসে নাপোলি গোলকিপারের মাথায় লেগে জালে জড়ায়। ৩-২ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল। শেষ পর্যন্ত লিড ধরে রাখে বেলিংহাম-ভিনিসিয়ুসরা।
এই জয়ে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে নাপোলি।