১৮ বছর পর পাকিস্তানের মাটিতে পা দিয়েছে কিউইরা; লক্ষ্য তিন ওয়ানডে ও পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। সিরিজ শুরু না হতেই দুদলকেই পেতে হয়েছে দুঃসংবাদ; ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) না থাকায় আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ হিসবে গণ্য করা হচ্ছে না আসন্ন পাকিস্তান-নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজকে। দুঃসংবাদের পাল্লাটা বোধহয় আরো ভারীই হতে যাচ্ছে। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও প্রথম ওয়ানডের টসটাই যে হয়নি এখনো! দুদলকেই থাকতে বলা হয়েছে নিজ নিজ কক্ষে, স্টেডিয়ামেও প্রবেশ করতে পারছেননা দর্শকেরা।
? Breaking News?
First Pakistan, New Zealand ODI likely to cancelled after Covid-19 outbreak in the visitors' camp. #PAKvNZ pic.twitter.com/q3fwi55upd
— Cricket Pakistan (@cricketpakcompk) September 17, 2021
শুক্রবার রাওয়ালপিন্ডিতে প্রথম ম্যাচে মাঠে নামার কথাই থাকলেও দুদলের কেউই মাঠে এসে পৌছায়নি। নিজ নিজ কক্ষেই অবস্থান করার অনুমতি দেয়া হয়েছে তাদের। সেইসাথে স্টেডিয়ামের গেট বন্ধ করে রাখাতে ঢুকতে পারছেনা দর্শকেরাও। এসবের পেছনে নির্দিষ্ট কোনো কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে তিনজন কিউই খেলোয়াড়ের করোনা পজিটিভ আসাতেই শেষমুহুর্তে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। বিস্তারিত আসছে….