১৮ বছর পর পাকিস্তানের মাটিতে পা দিয়েছে কিউইরা; লক্ষ্য তিন ওয়ানডে ও পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। কিন্তু, সিরিজ আর মাঠে গড়ালো কই! প্রথম ওয়ানডেতে মাঠে নামার আগেই শেষ হয়ে গেল পাকিস্তান-নিউজিল্যান্ডের ঐতিহাসিক সিরিজ। প্রথমে কিউই শিবিরে করোনা ছড়িয়ে পড়াটাকেই কারণ মনে করা হলেও, পরে জানা গেছে নিরাপত্তা ঝুঁকিতে পাকিস্তান সিরিজ বাতিল করেছে নিউজিল্যান্ড।
BREAKING NEWS: New Zealand's whole tour of Pakistan has been abandoned due to security concerns.#PAKvNZ pic.twitter.com/VlZg53rBDn
— ESPNcricinfo (@ESPNcricinfo) September 17, 2021
“শুক্রবার প্রথম ওয়ানডে মাঠে গড়ানোর কথা থাকলেও, আমরা খেলার ঝুঁকিটা নিতে চাইনি। আমাদের নিরাপত্তারক্ষীরা জানায় পাকিস্তানে আমাদের নিরাপত্তা ঝুঁকির মুখে। এরপরেই ব্ল্যাকক্যাপসরা সিরিজ না খেলার সিদ্ধান্ত নেয়”-এক বিবৃতিতে নিউজিল্যান্ড ক্রিকেট
শেষমুহুর্তে আচমকা কিউইদের সিরিজ না খেলার সিদ্ধান্তে হতাশ পাকিস্তান ক্রিকেট। সিরিজ আয়োজনে যথেষ্ঠ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল বলেই জানানো হয় পিসিবির পক্ষ থেকে।
“ম্যাচ শুরুর আগে নিউজিল্যান্ড ক্রিকেটের পক্ষ থেকে জানানো হয় তারা কিছু হুমকি পেয়েছেন এবং সিরিজটি খেলতে ইচ্ছুক নন। অথচ টুর্নামেন্ট শুরুর আগেই তাদেরকে নিরাপত্তার ব্যাপারে পুরোপুরিভাবে নিশ্চিত করা হয়, দুই দেশের প্রধানমন্ত্রির মধ্যেও আলোচনা হয়। কিউইদের নিরাপত্তা দল সন্তুষ্টই ছিল, কিন্তু শেষমুহুর্তে এসে তাদের নেয়া এমন সিদ্ধান্তে পাকিস্তান ক্রিকেট এবং ক্রীড়াপ্রেমীরা প্রত্যেকেই হতাশ। আমরা সিরিজটি আয়োজন করতে চেয়েছিলাম”- এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড
The Black Caps have abandoned the tour of Pakistan following a security alert from the New Zealand government.
Details ?https://t.co/GMVT3zm18y
— ICC (@ICC) September 17, 2021
সিরিজ শুরু না হতেই দুদলকেই পেতে হয়েছে দুঃসংবাদ; ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) না থাকায় আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ হিসবে গণ্য করা হচ্ছে না আসন্ন পাকিস্তান-নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজকে। দুঃসংবাদের পাল্লাটা যে আরো ভারীই হতে যাচ্ছে তা বোঝা গেছে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও প্রথম ওয়ানডের টসটাই মাঠে না গড়ানোয়। টস হবে কিভাবে! মাঠেই তো আসেনি দুদলের কেউই; তাদের থাকতে বলা হয়েছে নিজ নিজ কক্ষে। সেইসাথে স্টেডিয়ামের গেট বন্ধ করে রাখাতে ঢুকতে পারেনি দর্শকেরাও।
Earlier today, the New Zealand cricket board informed us that they had been alerted to some security alert and have unilaterally decided to postpone the series.
PCB and Govt of Pakistan made fool proof security arrangements for all visiting teams. 1/4
— Pakistan Cricket (@TheRealPCB) September 17, 2021
দুদলের কেউই মাঠে না আসাতে প্রথমে ধারণা করা হচ্ছিল নিউজিল্যান্ড দলের তিনজনের করোনা পজিটিভ হওয়াতেই নেয়া হয়েছে এমন সিদ্ধান্ত। কিন্তু কিছুক্ষণ পরেই খবর আসে, নিউজিল্যান্ড দলই খেলতে চায় না পাকিস্তান সিরিজে। কারণ হিসেবে জানানো হয়েছে, নিরাপত্তা ব্যবস্থার কথা। নিউজিল্যান্ড নিরাপত্তাকর্মীদের আশঙ্কার কারণে দুই দেশের সরকারের আলোচনায় সিরিজটি বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।