১৩ অক্টোবর ২০২৪, রবিবার

শুরু হচ্ছে ফেডারেশন কাপ

- Advertisement -

অপেক্ষার পালা শেষ, নিউ নরমালে, নতুন ফুটবল মৌসুম ফেডারেশন কাপ। শিরোপার জন্যে যেখানে লড়বে ১৩ দল। উদ্বোধনী ম্যাচে আন্ডারডগ রহমতগঞ্জের বিপক্ষে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের লড়াই। খেলা শুরু বিকেল সাড়ে পাঁচটায়।

দুই মৌসুম ধরেই নানা চমক দিয়ে যাচ্ছে বিগ বাজেটের ক্লাব বসুন্ধরা। বিদেশি কোটায় লাতিনে রেখেছে ভরসা। তাদের বিদেশী রিক্রুট বেসেরা, জোনাথন কেড়ে নিতে পারেন প্রতিপক্ষের ঘুম। তাছাড়া দেশীদের নিয়ে গড়া রক্ষণ ও বেশ শক্তিশালী।

প্রতি ম্যাচে খেলতে পারবে চার বিদেশি। করোনার জন্য নতুন নিয়ম,খেলোয়াড় পরিবর্তন করা যাবে পাঁচবার। প্রতি গ্রুপ থেকে সেরা দুই দল খেলবে কোয়ার্টার ফাইনালে। আগামী ১০ জানুয়ারি মাঠে গড়াবে শিরোপা নির্ধারনী লড়াই।

করোনার ভয় আছে ফুটবলারদের মনে, তবে জৈব সুরক্ষা বলয় নেই ফুটবলে। পুরো টুর্নামেন্ট চলাকালীন কেবল দুইবার করা হবে টেস্ট। দর্শকদের জন্য খুলছে না বঙ্গবন্ধু স্টেডিয়াম গ্যালারি। শুধু ক্লাব সংশ্লিষ্টরাই থাকতে পারবেন মাঠে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img