২৭ জুলাই ২০২৪, শনিবার

শূন্যতে শেষ কোহলি, বিপদে ভারত

- Advertisement -

চেন্নাই প্রথম টেস্ট হারের পরেও ইংল্যান্ড-ভারত সিরিজে স্বাগতিকরাই ছিল ফেভারিট। কোহলিদের পক্ষে কথা বলছিল সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সফর এবং ঘরের  মাঠের তাদের সফল্যের পরিসংখ্যান। তবে চেন্নাইতে দ্বিতীয় টেস্টের প্রথম সেশনে ব্যকফুটে ভারত, লাঞ্চ বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত ভারতীয়দের সংগ্রহ ৩ উইকেটের বিনিময়ে ১০৬ রান।

প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টে ইংলিশদের চার পরিবর্তন। অপ্রত্যাশিত মনে হতে পারে তবে অবশ্যই সাহসী সিদ্ধান্ত। মঈন আলী ফিরেছেন ডমিনিক বেসের পরিবর্তে, জিমি, আর্চারের বদলি ওলি স্টোন, স্টুয়ার্ট ব্রড। উইকেটোকিপার জশ বাটলারকেও বিশ্রাম দিয়েছে ইংল্যান্ড, তার পরিবর্তে খেলছেন বেন ফোকস।

পরিবর্তনে যে খুব বেশী ক্ষতি হয়েছে তেমনটাও না। মঈন আলী ফিরিয়েছেন বিরাট কোহলিকে, ওলি স্টোন পেয়েছেন শুবমান গিলের উইকেট। বাকি ১ উইকেট পেয়েছেন জ্যাক লিচ।

যেখানে ভারতীয় তিন ব্যাটম্যান ফিরেছেন দ্রুত সেখানে ওয়ানডে স্টাইলে ব্যাট করছেন রোহিত শর্মা। অপরাজিত আছেন ৮০ রানে, স্ট্রাইক রেট একশোর বেশি। তার সঙ্গে উইকেটে আছেন আজিংকা রাহানে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img