২৭ জুলাই ২০২৪, শনিবার

শাস্তি পাচ্ছেন নিউজিল্যান্ডের পেসার কায়েল জেমিসন

- Advertisement -

শৃঙ্খলা ভাঙ্গার দায়ে শাস্তি পাচ্ছেন নিউজিল্যান্ডের পেসার কায়েল জেমিসন। বাংলাদেশের সাথে দ্বিতীয় ওয়ানডেতে আইসিসি কোড অব কনডাক্টের লেভেল ১ ধারা ভেঙ্গে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে জেমিসনকে, ইমেইলে জানিয়েছেন আইসিসি।

শুধু ম্যাচ ফি কেটে নেয়া নয়, জেমিসনের শৃঙ্খলা রেকর্ডে যুক্ত হয়েছে ১ (এক) ডিমেরিট পয়েন্ট। ২৪ মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার শৃঙ্খলা ভাঙ্গার শাস্তি পেলেন কিউই ফাস্টবোলার, তার নামের পাশে এখন ২ ডিমেরিট পয়েন্ট।

ঘটনা বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় ম্যাচে, বাংলাদেশ ইনিংসের ১৫তম ওভারে। তামিম ইকবালের রিটার্ন ক্যাচ নেয়ার পর টিভি আম্পায়ার নটআউট ঘোষণা করলে, রেগে গিয়ে একটা অঙ্গভঙ্গী করেন কায়েল জেমিসন, যেটাকে আইসিসি শৃঙ্খলা নিয়মের পরিপন্থি মনে করেছেন ম্যাচ রেফরি জেফ ক্রো এবং জরিমান করেছেন। নিজের অপরাধ স্বীকারও করেছেন কায়েল জেমিসন।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img