২২ মার্চ ২০২৩, বুধবার

শেষ আটে রিয়াল

- Advertisement -

উয়েফা চ্যাম্পিয়নস লিগের রাউন্ড অব সিক্সটিনের দ্বিতীয় লেগে লিভারপুলকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। যার ফলে এই টুর্নামেন্টের শেষ আট নিশ্চিত করেছে দলটি। মাদ্রিদের হয়ে এদিন  একমাত্র গোলটি করেন করিম বেনজেমা।

প্রথম লেগে লিভারপুলকে ৫-২ গোলে হারিয়ে দ্বিতীয় লেগটি নিজেদের জন্য অনেকটা আনুষ্ঠানিকতাই বানিয়ে নিয়েছিল রিয়াল মাদ্রিদ। তাইতো চ্যাম্পিয়নস লিগে নিজেদের তিনশতম ম্যাচ জয়ের রঙে রাঙাতে পারল কার্লো আনচেলত্তির শিষ্যরা।

ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল লিভারপুলের কাছে, তবে রুডিগার এবং নুনিয়েজের ভুলে গোলবঞ্চিত হন তারা। এর ঠিক চার মিনিট পর টনি ক্রুসের বল সেভ করেন অ্যালিসন বেকার। ম্যাচের প্রথমার্ধের বাকি সময়টুকুও এমনই আক্রমণ এবং পালটা আক্রমণের মধ্য দিয়ে চলতে থাকে।

তবে গোল হয়নি প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধের শুরুতে অ্যালিসনের জোড়া সেভে ম্যাচ ফেরার আশা বাঁচিয়ে রাখে লিভারপুল। ম্যাচের ৭৮ মিনিটেই ম্যাচের প্রথম এবং একমাত্র গোল পায় রিয়াল। কামাভিঙ্গার বাড়ানো বল জালে জড়ান বেনজেমা। ম্যাচের বাকি সময়ে গোল করার জন্য মরিয়া থাকলেও আর কোনো গোল শোধ করতে পারেনি লিভারপুল। যার ফলে শেষ আটে পৌছে গেল রিয়াল।

ম্যাচটিতে সবচেয়ে বেশি ৫৪ ভাগ বল পজিশনে ছিল রিয়াল, যেখানে তাদের নেয়া ১৭ শটের মধ্যে ৮টি ছিল লক্ষ্যে। অপরদিকে মোট.৮টি শট নিতে পেরেছিল লিভারপুল যেখানে ৫টি শট তারা লক্ষ্যে রাখতে পেরেছিল।

এছাড়াও দিনের আরেক ম্যাচে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ৩-০ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৫-০ গোলে এগিয়ে থেকে শেষ আট নিশ্চিত করে ইতালিয়ান ক্লাব নাপোলি।

রিয়াল ও নাপোলির ছাড়াও শেষ আট খেলা নিশ্চিত করা  বাকি দলগুলো হলো বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি, চেলসি, বেনফিকা, এসি মিলান, ও ইন্টার মিলান।

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img