২৪ জানুয়ারি ২০২৫, শুক্রবার

শেষ থেকেই বাংলাদেশের শুরু

- Advertisement -

তিনশ রানে পাকিস্তান যখন চতুর্থ দিনে ইনিংস ঘোষণা করল, তখনও বাকি আরও তিন ইনিংসের। নিশ্চিত ড্রয়ের পথেই এগোচ্ছে মিরপুর টেস্ট, এমনটাই ভেবেছিল ভক্ত-সমর্থকেরা। কিন্তু, শুরু থেকেই ব্যাটসম্যানদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে ৩২ ওভারেই অলআউট বাংলাদেশ, সংগ্রহ ৮৭ রান; ১৪ রানে পেছনে থেকে ফলোঅনে স্বাগতিকরা।

ম্যাচ বাঁচাতে প্রয়োজন ছিল একটা দুর্দান্ত শুরুর। সেটা করতে আবারও ব্যর্থ ওপেনাররা। প্রথম ওভারে শাহীন শাহ আফ্রিদির সুইংগুলো দক্ষতার সঙ্গেই সামলেছেন সাদমান ইসলাম। মিরপুর টেস্টে প্রথমবারের মতো বল করতে আসা হাসান আলীকে প্রথম বলেই ফ্লিক করে চার তুলে নিয়েছেন প্রথম ইনিংসে কোনো রান না করেই প্যাভিলিয়নে ফেরা মাহমুদুল হাসান জয়।

কিন্তু, ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি জয়, হাসানের ইনসুইংয়ে বোল্ড হয়ে ড্রেসিংরুমে ফিরেছেন ৬ রান করেই। পরের ওভারের প্রথম বলেই শাহীনের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে ২ রান করা সাদমান। ১২ রানেই টাইগারদের দুই উইকেটের পতন!

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img