হোক অনূর্ধ্ব-১৯ পর্যায়ে, তবুও বহুদিন পর ভারত-পাকিস্তান দ্বৈরথটা যেন ভারত-পাকিস্তান দ্বৈরথের মতোই হল!
শেষ ওভারে পাকিস্তানের জেতার জন্য লাগতো ৮ রান। হাতে ছিলো তিন উইকেট। প্রথম বলেই ভারতের রবি কুমার তুলে নিলেন পাকিস্তানি জিসান জামিরের উইকেট। ম্যাচের ভাগ্য তখন সুতোয় ঝুলন্ত! শেষ ২ বলে লাগে ৪ রান। প্রথম বলে ডাবল নিয়ে ১ বলে ২ রানের টার্গেট বানিয়ে ফেললেন আহমেদ খান। পরের বলেই চার! রোমাঞ্চকর এক ম্যাচে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতকে হারালো পাকিস্তান।
অথচ পাকিস্তানের জয়টা এতো কষ্টসাধ্য হবে তা দিনের শুরুতে বুঝাই যায়নি। প্রথমে ব্যাট করে ৯৬ রানেই প্রথম ৫ উইকেট হারিয়ে ফেলা ভারতীয় যুবারা লেট অর্ডারে আরাধ্য যাদবের ফিফটি ও রাজবর্ধন হাঙ্গারগেকরের ২০ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংসের কল্যাণে ২৩৭ রানের পুঁজি জমা করে। ওপেনার হারনূর সিং ৪৬ ও আরেক ব্যাটার কৌশল তাম্বেও ৩২ রান করে অবদান রাখেন। পাকিস্তানি ফাস্ট বোলার জিসান জামির নেন ৬০ রানে ৫ উইকেট।
Team Green U-19
Fakhar e Pakistan
😍
Quid Day pe India ko Shikasat
What a time to give tribute to Father of the Nation#QuaidDay #U19AsiaCup
#PAKvIND pic.twitter.com/RJLEFfQuJN— *Hammad Aziz*🗯🇵🇰 (@Sarcastic_Engr7) December 25, 2021
২৩৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই পাকিস্তান হারায় ওপেনার আব্দুল বাঙ্গালজাইকে। এরপর আরেক ওপেনার মাজ সাদাকাত ও ওয়ান ডাউন ব্যাটার মুহাম্মদ শেহজাদ ৬৪ রানের জুটি গড়েন। সাদাকাত ২৯ রানে বিদায় নিলেও শেহজাদ ১০৫ বলে ৮২ রানের ঝকঝকে ইনিংস খেলেন। তবে তার আউটের পর থেকেই আবারো পথ হারায় পাকিস্তান। মূলত রান বলের চাপটাই বাড়ছিল দ্রুত। শেষ ১২ বলে ১৮ রান লাগতো পাকিস্তানের। হাতে ছিলো ৩ উইকেট মাত্র। তবে শেষ ওভারের নাটকে জয়ের মালা পাকিস্তানি যুবারাই পড়লেন।