১৫ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার

শেষ মুহুর্তের ম্যাজিকে ম্যানসিটির জয়

- Advertisement -

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ১-১ সমতায় ছিল, রেডবুল অ্যারেনায় দর্শকরা হয়তো ধরেই নিয়েছিলেন ড্রয়ের দিকে যাচ্ছে ম্যাচ। তবে আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ ভেবে রেখেছিলেন অন্যটা। ৮৪ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন। এরপর যোগ করা সময়ে জেরেমি ডোকু বল জালে জড়ালে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আরবি লাইপজিগের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।

রেডবুল অ্যারেনায় আগে গোল করে এগিয়ে গিয়েছিল পেপ গার্দিওলার দল। ২৫ মিনিটের মাথায় রিকো লুইসের সহায়তায় বল জালে জড়ান ফিল ফোডেন। পুরো ম্যাচে দারুণ খেলা সিটিজেনরা ভালো কিছু আক্রমণ করেছিল, কিন্তু প্রথমার্ধে আর কোনো গোল করতে পারেনি তারা। ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ম্যানসিটি।

দ্বিতীয়ার্ধের শুরুতে সমতা ফেরায় লাইপজিগ। ৪৮ মিনিটে ম্যাচের ব্যবধান ১-১ করেন লোইস ওপেন্ডা। এরপর অনেক চেষ্টা করেও ব্যবধান বাড়াতে পারছিল না গার্দিওলার শীষ্যরা। বারবার লাইপজিগের রক্ষণে গিয়ে পরাস্ত হতে হয়েছে তাদের। তবে আশা ছেড়ে দেননি জেরেমি ডোকুরা।

শেষের ১০ মিনিটে ঘুরে দাঁড়ায় সিটিজেনরা। ৮৪ মিনিটে আলভারেজ ডান পায়ের অসাধারণ নৈপুণ্যে গোল আদায় করে নেন। তাতেই ম্যাচের নিয়ন্ত্রণ ম্যানসিটির হাতে চলে যায়। এরপর যোগ করা সময়ের দুই মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করেন ডোকু।

এই জয়ে দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে উঠে আসলো ম্যানসিটি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img