একসাথে মিলে যখন প্রতিপক্ষকে নাজেহাল করতেন দুজনে, কখনো ভেবেছিলেন অদূর ভবিষ্যতে একজনের কোচিংয়ে খেলবেন আরেকজন?
বার্সেলোনার সোনালী প্রজন্মের একজন জাভি এই মৌসুম ফিরেছেন কোচ হয়ে, আর সম্প্রতি এক বছরের চুক্তিতে বার্সেলোনায় ফিরেছেন দানি আলভেজ। শনিবার গ্রানাডার বিপক্ষে প্রায় ছয় বছর পর আবারো মাঠে নামলেন ব্রাজিলিয়ান এই উইংব্যাক। একটি গোলে অবদানও রাখলেন, কিন্তু শেষ মুহুর্তে বার্সেলোনার রক্ষণের ভুলে গোল খেয়ে ফেরাটা জয় দিয়ে উদযাপন করতে পারলেন না। গ্রানাডার মাঠে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা।
ফেরার ম্যাচেই নিজেকে উজাড় করে খেলেছেন আলভেজ। ৫৭ মিনিটে তাঁর ট্রেডমার্ক ক্রস থেকেই গোল করে বার্সাকে এগিয়ে দেন লুক ডি ইয়ং। এর আগে প্রথমার্ধে ডি ইয়ংয়ের আরেকটি গোল অফসাইডে বাতিল হয়।
1 – Luuk de Jong became the first-ever Dutchman to score on a Dani Alves assist in the Top 5 European competitions (La Liga + Serie A + Ligue 1). Primero. pic.twitter.com/E8SDaZ7TTH
— OptaJohan (@OptaJohan) January 8, 2022
এরপর ঘটে বিপত্তি। ৭৯ মিনিটে লাল কার্ড খেয়ে মাঠ ছেড়ে যান বার্সার তরুণ মিডফিল্ডার গাভি। ১০ জনের দলে পরিণত হওয়া বার্সা তাও তিন পয়েন্ট নিয়ে ফেরার ব্যাপারে প্রত্যয়ী ছিল কিন্তু একেবারে শেষ মুহুর্তে, ৮৯ মিনিটে গ্রানাডার কর্ণারের পর বল ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি বার্সেলোনার রক্ষণভাগ। সুযোগ পেয়ে সমতা বিধান করে দেন আন্তোনিও পুয়ের্তাস।
এই ড্রতে লা লিগায় পয়েন্ট টেবিলের ৬ নম্বরে আছে বার্সেলোনা।