৯ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

শেষ মুহূর্তের দুই গোলে আর্সেনালের জয়

- Advertisement -

এমিরেটস স্টেডিয়ামে আসা অধিকাংশ দর্শকরা হয়তো ধরেই নিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ড্র করেই সন্তুষ্ট থাকতে হবে আর্সেনালকে। কিন্তু তাদের ভূল প্রমাণ করে যোগ করা সময়ে দুই গোল করে জয় নিয়ে ঠিকই মাঠ ছেড়েছে গানাররা। এরিক টেন হাগের দলের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে তারা।

ম্যাচে প্রথমে এগিয়ে গিয়েছিলো ম্যানইউ। ২৭ মিনিটে দলকে লিড এনে দেন মার্কাস রাশফোর্ড। এর ১ মিনিট পরেই মার্টিন ওডেগার্ডের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। প্রথমার্ধের বাকি সময়ে আর কোনো গোল করতে পারেনি দুদল। ১-১ সমতায় বিরতিতে যায় তারা।

দ্বিতীয়ার্ধে একের পর এক চেষ্টা করেও ম্যাচে লিড নিতে পাচ্ছিলো না আর্সেনাল। নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত স্বাগতিকদের আটকে রাখে ম্যানইউ। ৮৯ মিনিটে পাল্টা আক্রমণ থেকে ইউনাইটেডকে এগিয়ে নিয়েছিলেন বদলি নামা আর্জেন্টাইন তারকা আলেহান্দ্রো গারনাচো। কিন্তু ভিএআর অফসাইডের কারণে বাতিল করে দেয় সেই গোল।

যোগ করা সময়ের ৬ মিনিটের মাথায় আর্সেনালকে লিড এনে দেন ডেকলান রাইস। তার ঠিক ৫ মিনিট পর গোল করে দলের জয় নিশ্চিত করেন গ্যাব্রিয়েল জেসুস।

চার ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে আর্সেনাল আছে তালিকার পাঁচে। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ইউনাইটেডর অবস্থান ১১ নম্বরে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img