নিশ্চিত ড্র ম্যাচটাতে ওল্ড ট্রাফোর্ডে জয়ের নিশানা উড়ালেন মার্কাস রাশফোর্ড। আর রেড ডেভিলদের বছরটা শেষ হলো নাটকীয় জয়ে। ম্যাচে যোগ করা সময়ের গোলে উলভসকে ১-০ গোলে হারিয়েছে উলে গুনার সুলশারের দল। লিগে টানা নয় ম্যাচে অপরাজিত থেকে বছরটা শেষ করল ম্যানইউ। এই জয়ে লিগ টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের আরও কাছে চলে এসেছে রেড ডেভিলরা।
১৫ ম্যাচ শেষে তালিকার দুই নম্বরে উঠে আসা ইউনাইটেডের পয়েন্ট ৩০, সমান ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।
ঘরের মাঠে বল দখলে এগিয়ে ছিল ম্যানইউ। অবশ্য সুযোগটা আগে পেয়েছিলো উলভারহ্যাম্পটন। ১৩ মিনিটে রেড ডেভিলদের গোলরক্ষক দাভিদ দে হেয়ার দৃঢ়তায় বেঁচে যায় স্বাগতিকরা। প্রথমার্ধে দু’দলই বেশ কয়েকটি সুযোগ পায়। কিন্তু ফিনিংশ সমস্যায় গোল আদায়ে ব্যর্থ।
ম্যাচের ৭০ মিনিটে এগিয়ে যেতে পারতো ম্যানইউ। কাভানির গোল বাতিল হয় অফসাইডে। সব রোমাঞ্চ জমা ছিল ম্যাচের শেষ মূহুর্তের জন্য। ৯৩ মিনিটে মাঝমাঠ থেকে ফার্নান্দেসের লম্বা পাস, সবাইকে ফাঁকি দিয়ে মার্কাস রাশফোর্ড ম্যাচের সমাপ্তি টানেন রোমাঞ্চকর গোলে।
ম্যাচ হেরে ২১ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে নেমে গেছে উলভারহ্যাম্পটন।