ব্রিসবেন অধ্যায় শেষে এখন অ্যাডিলেডে টাইগাররা। বুধবার ভারতের বিপক্ষে সেমিফাইনালে টিকে থাকার লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচ পূর্ববর্তী প্রেস কনফারেন্সে এসে সাকিব আল হাসান জানিয়েছেন, কঠিন প্রতিপক্ষ ভারতের বিপক্ষে জিতলে সেটা হবে আপসেট। অর্থাৎ, এ ম্যাচে রোহিত শর্মার দলকেই ফেবারিট মানছেন সাকিব।
“প্রতিটা ম্যাচেই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। একই এপ্রোচে নিয়েই খেলতে চাই, কোন দেশের সাথে কোন সিচুয়েশনে খেলা হচ্ছে তা নিয়ে আমরা চিন্তা করতে চাই না, শুধু ওই মুহূর্তটাই উপভোগ করতে চাই। সো আমাদের একই প্ল্যানই থাকবে। ভারতকে হারাতে পারলে সেটা হবে আপসেট”-বলছিলেন সাকিব

ভারতের বিপক্ষে নিজেদের ‘আন্ডারডগ’ মনে করলেও জিম্বাবুয়ের বিপক্ষের ম্যাচটার মতোই আরও একটা উত্তেজনাপূর্ণ ম্যাচ উপহার দিতে চান সাকিব। এ প্রসঙ্গে তিনি বলে, “স্পেশালি লাস্ট ম্যাচটা ভালো একটা ম্যাচ ছিল । আশা করি, ওই রকম যেন আরো একটা ম্যাচ উপহার দিতে পারি।”
এছাড়াও শান্তর স্ট্রাইরেট নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, “একজনের ব্যক্তিগত পারফর্ম্যান্স বা টপ অর্ডার নিয়ে আমি খুব বেশি চিন্তিত না, অন্তত এই বিশ্বকাপে না। টিম হিসেবে কতটা ভালো ব্যাটিং করতে পারি, কতটা ভালো ফিল্ডিং করতে পারি, কতটা ভালো বোলিং করতে পারি সেটাই মূল বিষয়।”