‘শেষ ভালো যার সব ভালো তার’ বলারও তো উপায় নেই। তবে শেষ ম্যাচটি জিতে অন্তত কিছু সুখস্মৃতি নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ছেড়ে যেতেই চাইবে বাংলাদেশ। সেই লক্ষ্যেই অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে টাইগাররা। অবশ্য শেষ ম্যাচে টসে হারতে হয়েছে বাংলাদেশকে। দুবাইতে টসে জিতে নিয়েছেন ফিল্ডিং নিয়েছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
বাংলাদেশ দলে এসেছে একটি পরিবর্তন। নাসুম আহমেদের জায়গায় ঢুকেছেন মুস্তাফিজ।
বাংলাদেশ একাদশঃ নাইম শেখ, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, শামীম পাটোয়ারি, মাহেদী হাসান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।