৯ ডিসেম্বর ২০২৪, সোমবার

শ্বশুরের জার্সি জামাইয়ের গায়ে!

- Advertisement -

সাবেক পাকিস্তানি অলরাউন্ডার শহিদ আফ্রিদির ১০ নম্বর জার্সি উঠেছে বর্তমান পাকিস্তান দলের তরুণ পেসার শাহিন শাহ আফ্রিদির গায়ে। শুক্রবার (আজ) থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে থেকে এই ১০ নম্বর জার্সি গায়েই খেলবেন শাহিন। তবে জার্সি বা নামের শেষাংশের মিল ছাড়াও এই দুই আফ্রিদির আরেকটি বিশেষ সম্পর্ক আছে; বলা ভালো, ‘হতে যাচ্ছে’। এই দু’জন যে হবু জামাই-শ্বশুরও বটে!

শহিদ আফ্রিদির জেষ্ঠ্যতম কন্যা ২০ বছর বয়সী আকসা আফ্রিদিকে বিয়ে করতে চলেছেন ২১ বছর বয়সী পেসার শাহিন শাহ আফ্রিদি। আনুষ্ঠানিকভাবে শহিদ আফ্রিদিই নিশ্চিত করেছেন সেই তথ্য। চলতি বছরই হওয়ার কথা আকসা-শাহিনের বাগদান।

তার আগে শাহিন আনুষ্ঠানিকভাবে পেয়ে গেলেন হবু শ্বশুরের জার্সি। নিজের টুইটার অ্যাকাউন্টে শাহিন নিজেই জানিয়েছেন সেকথা।

Pacer Shaheen Shah Afridi Set To Be Engaged With Shahid Afridi's Eldest Daughter Aqsa Afridi
শহিদ আফ্রিদি ও তাঁর বড় মেয়ে আকসা

পাকিস্তান তথা উপমহাদেশের ক্রিকেটে শহিদ আফ্রিদি যে একটি আলাদা নাম, আলাদা ‘ব্র্যান্ড’, তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। খেলোয়াড়ি জীবনের বেশিরভাগ সময় ১০ নম্বর জার্সি পড়েই খেলেছেন শহিদ আফ্রিদি। সেই জার্সি গায়ে জড়িয়ে খেলার সুযোগ পেয়ে শাহিন যথেষ্ট উচ্ছ্বাসিত।

“এটি (১০) একটি শার্টের গায়ে থাকা সাধারণ সংখ্যার চেয়ে অনেক বেশি কিছু। এটি সততা, নিষ্ঠা ও পাকিস্তানের প্রতি  অপরিসীম ভালোবাসার নিদর্শন। লালা শহিদ আফ্রিদির ১০ নম্বর জার্সি পরে খেলার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ এবং সম্মানিত” – টুইটারে লিখেছেন শাহিন আফ্রিদি 

Shaheen Afridi holds arms aloft after his quick strikes up front, West Indies vs Pakistan, 2nd Test, Jamaica, 3rd day, August 22, 2021
শাহীন শাহ আফ্রিদি

পাকিস্তানের হয়ে শহিদ আফ্রিদি সর্বশেষ খেলেছেন ২০১৬ সালে; তাঁর দুইবছর পর, ২০১৮ সালে জাতীয় দলের হয়ে শাহিন শাহ আফ্রিদির অভিষেক হয়। ক্যারিয়ারের ৪ বছর না যেতেই পাকিস্তানের পেস ডিপার্টমেন্টের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছেন শাহিন। তিন ফরম্যাটেই তারঁ গতি, সুইং, আগ্রাসন, ধারাবাহিক পারফরম্যান্স মুগ্ধ করেছে সবাইকে। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই টেস্টে ১৮ উইকেট নিয়েছেন শাহিন। ২য় টেস্টে তাঁর ১০/৯৪ ২০০৬ সালের পর পাকিস্তানের হয়ে টেস্টে সেরা বোলিং পারফরম্যান্স। এর জন্য আগস্ট মাসের ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’ মনোনয়নও পেয়েছিলেন শাহিন শাহ আফ্রিদি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img