বড় হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে শ্রীলঙ্কা। সাউথ আফ্রিকার কাছে ১০২ রানের ব্যবধানে হারের পর আরও একটি দুঃসংবাদ লঙ্কান শিবিরে। স্লো-ওভার রেটের কারণে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এবারের বিশ্বকাপে স্লো-ওভার রেটের কারণে এটাই প্রথম জরিমানা।
ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি এক বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার অরুন জেটলি স্টেডিয়ামে সাউথ আফ্রিকার বিপক্ষে নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার পিছিয়ে ছিল দাসুন শানাকার দল। আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুসারে ওভারপ্রতি ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা করা হয়েছে। মোট ১০ শতাংশ জরিমানা করা হয়েছে কুশল মেন্ডিস-কাসুন রাজিথাদের।
শনিবার সাউথ আফ্রিকা-শ্রীলঙ্কা ম্যাচের দুই আম্পায়ার শরফউদ্দৌলা শহীদ সৈকত ও রিচার্ড ইলিংওয়ার্থ বিষয়টি ম্যাচ রেফারি জাগাভাল শ্রীনাথকে জানান। এরপর কুশল পেরেরা-দিমুথ করুণারত্নদের জরিমানা করেন তিনি। শ্রীলঙ্কা শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
সেই ম্যাচে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে লঙ্কান বোলারদের উপর তান্ডব চালান কুইন্টন ডি কক-এইডেন মার্করামরা। তিন সেঞ্চুরিতে স্কোরবোর্ডে তোলেন ৪২৮ রান। যা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড। কাসুন রাজিথাদের বলে আফ্রিকান ব্যাটাররা একের পর এক বাউন্ডারি মারায় বারবার প্ল্যান বদলাতে হয়েছে লঙ্কান অধিনায়ককে। তাই হয়তো নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে পারেনি তারা।