৯ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

শ্রীলঙ্কার ইনিংসে শূন্যের মেলা

- Advertisement -

প্রথম আট ব্যাটারের পাঁচজনই শূন্য রানে প্যাভিলিয়নে! চোখ কপালে ওঠার মতো তথ্যই বটে। সাঙ্গাকারা-জয়াবর্ধনে-দিলশানরা অবসর নেয়ার পরে কঠিন সময় শ্রীলঙ্কা অনেক পার করেছে, কিন্তু এতটা অসহায় বোধহয় কখনোই অনুভব করেননি কুশল-নিশাঙ্কা-করুনারত্নেরা। পাওয়ারপ্লের ১০ ওভারেই ৬ ব্যাটার প্যাভিলিয়নে, সেটাও মাত্র ১৪ রানে! ৩৫৮ রান তাড়া করতে নামা শ্রীলঙ্কা এরপর কত বড় ব্যবধানে হারে সেটাই একমাত্র দেখার ছিল।

ক্রিকেটবিশ্বকে বেশি সময় অপেক্ষায় রাখেননি শামি-বুমরাহ-সিরাজরা। মাত্র … ওভারেই শেষ হয়েছে ম্যাচ, শ্রীলঙ্কা অলআউট মাত্র ৫৫ রানেই। নিজেদের সপ্তম ম্যাচে ভারতের ৩০২ রানের বিশাল জয়। সেইসাথে পয়েন্ট তালিকার সবার উপরের জায়গাটাও নিশ্চিত করেছে রোহিত শর্মার দল।

ইনিংসের প্রথম বলেই জাসপ্রিত বুমরাহ যখন পাথুম নিশাঙ্কাকে প্যাভিলিয়নে ফেরান, তখনও কেউ হয়তো অনুমান করেনি এত বড় বিপর্যয়ে পড়বে লঙ্কানরা। এরপর একে একে করুণারত্নে (০), কুশল মেন্ডিস (১), সামারাবিক্রমা (০), আসালঙ্কা (১), হেমন্থ (০), চামিরা (০), ম্যাথুস (১২).. দলীয় ৩০ রান না হতেই প্যাভিলিয়নে ফেরেন প্রত্যেকেই। শেষ অব্দি স্কোরবোর্ডে তবুও যেই ৫৫ রান, সেটা এসেছে কাসুন রাজিথার কল্যাণে।

ভারতের হয়ে মোহাম্মদ শামি নিয়েছেন ৫টি উইকেট। তাতেই জহির খানকে টপকে বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার এখন তিনি। এদিন মোহাম্মদ সিরাজ পেয়েছেন ৩ উইকেট। বুমরাহ ও জাদেজা নিয়েছেন একটি করে উইকেট।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img