শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। রবিবার বিবৃতি দিয়ে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এ সংস্থা।
আইসিসি তাদের বিবৃতিতে জানায়, “আইসিসির সদস্য দেশ হিসেবে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) রুলস ভঙ্গ করায় তাদের সদস্যপদ স্থগিত করা হয়েছিল। বিশেষ করে, শ্রীলঙ্কার শ্রীলঙ্কার ক্রিকেটের শাসন, নিয়ন্ত্রণ অথবা প্রশাসনে কোনো সরকারী হস্তক্ষেপ থাকবে না তা নিশ্চিত করার জন্য”
গত বছরের নভেম্বরে সরকারি হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করে আইসিসি। শুধু তাই নয়, শ্রীলঙ্কা থেকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সরিয়ে সাউথ আফ্রিকায় আয়োজন করারও সিদ্ধান্ত নেওয়া হয়। যেটি এখন বর্তমানে সাউথ আফ্রিকায় অনুষ্ঠিত হচ্ছে।
সেসময় শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করার বিষয়ে আইসিসির পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছিল, “আইসিসি বোর্ড আজ (শুক্রবার) সভায় বসে সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ বিধিনিষেধ লঙ্ঘন করেছে। বিশেষ করে, স্বাধীনভাবে কাজ করতে ক্রিকেট প্রশাসনকে সরকারি হস্তক্ষেপের বাইরে থাকার প্রয়োজন ছিল। সময়মতো এই স্থগিতাদেশের শর্তগুলো জানিয়ে দেবে আইসিসি বোর্ড”