১৮ জন খেলোয়াড়ের সাথে চুক্তি করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড; ১ আগস্ট থেকে শুরু হয়ে তাদের চুক্তির মেয়াদ থাকবে ৩১ ডিসেম্বর,২০২১ পর্যন্ত। ৫ মাসের এই চুক্তিতে চার ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে খেলোয়াড়দের।
Sri Lanka have awarded national contracts to 18 players for a five-month period until 31 December 2021. pic.twitter.com/N7UhxVjMol
— ICC (@ICC) August 20, 2021
এর আগে ৫ জুন সিনিয়র-জুনিয়র ক্রিকেটাররা যৌথ বিবৃতিতে জানান, ইংল্যান্ড সফরসহ বাকি সফরগুলোর চুক্তিতে কেউ স্বাক্ষর করবেন না। যে অঙ্কের বিনিময়ে চুক্তি করা হচ্ছে তা শ্রীলঙ্কার ক্রিকেটাররা পছন্দ করছেন না। অনেকেই ভালো পারফর্ম করেও বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ ছিল। অবশেষে একটা সমাধানে পৌছতে পেরেছে শ্রীলঙ্কা ক্রিকেট; ৫ মাসের জন্য হলেও চুক্তিতে আনতে পেরেছে ক্রিকেটারদের, সেটাও পুরোনো চুক্তি অনুসারেই।
অ্যাঞ্জেলো ম্যাথিউস, যিনি চুক্তির প্রস্তাব দেওয়া খেলোয়াড়দের মধ্যে ছিলেন কিন্তু তাকে বিবেচনা করা হয়নি। দানুশকা গুনাথিলাকা, নিরোশান ডিকওয়েলা এবং কুশল মেন্ডিস বর্তমানে নিষিদ্ধ। ইসুরু উদানা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।
শ্রীলঙ্কার নতুন চুক্তিবদ্ধ ১৮ সদস্যের খেলোয়াড়রা হলেন-
ধনাঞ্জয়া ডি সিলভা, কুশল পেরেরা, দিমুথ করুণারত্নে, সুরাঙ্গা লাকমাল, দাসুন শানাকা, ভানিন্দু হাসারাঙ্গা, লাসিথ ইম্বুলডেনিয়া, পাথুম নিসানকা, লাহিড়ু থিরিমানে, দুশমন্থ চামিরা, দিনেশ চান্ডিমাল, লাকসান সান্দাকান, বিশ্ব ফার্নান্দো, ওসাডা ফার্নান্দো, রমেশ মেন্ডিস, লাহিরু কুমারা, ওসেন বান্ডারা,আকিলা ধনঞ্জয়া