শ্রীলঙ্কার টেস্ট দলের অধিনায়ক করা হয়েছে ধনাঞ্জয়া ডি সিলভাকে। দিমুথ করুনারত্নের বদলে লাল বলের ক্রিকেটে লঙ্কানদের নেতৃত্ব দেবেন তিনি। এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলেরও অধিনায়ক বদল করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
ধনাঞ্জয়াকে টেস্টের অধিনায়ক করার বিষয়টি নিশ্চিত করেছেন এসএলসির নির্বাচক কমিটির চেয়ারম্যান উপুল থারাঙ্গা। টেস্টে শ্রীলঙ্কার ১৮তম অধিনায়ক হলেন তিনি।
২০১৯ সালে টেস্টের অধিনায়কত্ব পাওয়ার পর দারুণ সফল ছিলেন করুনারত্নে। ৩০ টেস্টে লঙ্কানদের নেতৃত্ব দিয়ে ১২টিতে জয় এনে দিয়েছেন তিনি। এছাড়াও তার অধীনে ৬টি ম্যাচে ড্র করেছে শ্রীলঙ্কা। এশিয়ার প্রথম দল হিসেবে সাউথ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে টেস্ট সিরিজ জেতান তিনি।
বেশ কিছু বছর শ্রীলঙ্কার লালবলের ক্রিকেটে নিয়মিত ধনাঞ্জয়া। টেস্ট ক্যারিয়ারে ৫১টি ম্যাচ খেলেছেন তিনি। করেছেন ১০ শতক ও ১৩ অর্ধশতক। অধিনায়ক হিসেবে ধনাঞ্জয়ার প্রথম অভিযান শুরু হবে ৬ ফেব্রুয়ারি, আফগানিস্তানের বিপক্ষে।