জাতীয় দলের জন্য নতুন নির্বাচক কমিটি ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে নতুন নির্বাচক কমিটি নিয়োগের বিষয়টি নিশ্চিত করে এসএলসি।
সাবেক ওপেনার উপুল থারাঙ্গাকে চেয়ারম্যান করে ৫ সদস্যের কমিটিতে আরও আছেন অজন্তা মেন্ডিস, ইন্দিকা ডি সরম, থারাঙ্গা পরানাভিতানা ও দিলরুয়ান পেরেরা।
নতুন কমিটির দায়িত্ব শুরু হবে খুব তাড়াতাড়ি। আপাতত সরকারি হস্তক্ষেপের কারণে নিষেধাজ্ঞায় আছে এসএলসি। নতুন নির্বাচক কমিটির নিয়োগ দিয়েছেন শ্রীলঙ্কার স্পোর্টস অ্যান্ড ইয়ুথ অ্যাফেয়ার্স মন্ত্রী হারিন ফার্নান্দো।
আন্তর্জাতিক ক্রিকেটে কমিটির বাকি সদস্যের চাইতে বেশি পরিচিত থারাঙ্গা ও মেন্ডিস। দুজনে দীর্ঘ সময় ধরে শ্রীলঙ্কাকে সার্ভিস দিয়েছেন। প্রায় ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৩১টি টেস্ট ও ২৬টি টি-টোয়েন্টির সঙ্গে থারাঙ্গা খেলেছেন ২৩৫টি ওয়ানডে। ৫০ ওভারের সংস্করণে ১৫টি শতক ও ৩৭টি অর্ধশতক আছে তার।
শ্রীলঙ্কার আলোচিত স্পিনারদের মধ্যে অন্যতম মেন্ডিস। আন্তর্জাতিক ক্রিকেটে মেন্ডিস এখনো ম্যাচের হিসাবে দ্রুততম সময়ে ৫০টি উইকেটের রেকর্ডের মালিক। মাত্র ১৯ ম্যাচে ৫০ উইকেট শিকার করেন তিনি। ১৯ টেস্টের ক্যারিয়ার ৭০ উইকেট শিকার করেছেন তিনি। সেই সাথে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে যথাক্রমে তার উইকেট সংখ্যা ১৫২ ও ৬৬টি।