২৩ অক্টোবর ২০২৪, বুধবার

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দলে মুশফিক হাসান-নাহিদ রানা

- Advertisement -

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো জাতীয় দলের স্কোয়াডে ডাক পেয়েছেন পেসার নাহিদ রানা। লাল বলের ক্রিকেটের স্কোয়াডে ফিরেছেন লিটন কুমার দাশ ও মুশফিক হাসান।

লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডে পেস বোলারদের আধিপত্য। শরিফুল ইসলাম ও খালেদ আহমেদের সাথে পেস বোলিং ইউনিটের শক্তি বাড়াবেন মুশফিক ও নাহিদ। এর আগে একবার টেস্ট দলে ডাক পেলেও অভিষেক হয়নি মুশফিকের। নাহিদ ডাক পেলেন প্রথমবার।

স্পিন আক্রমণে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের সাথে নাঈম হাসান। অনেকদিন ধরে টেস্ট দলের বাইরে থাকা সাকিব আল হাসানকে এই সিরিজেও পাচ্ছে না বাংলাদেশ।

আগামী ২২ মার্চ সিলেটে প্রথম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ৩০ মার্চ চট্টগ্রামে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

বাংলাদেশ টেস্ট স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাশ, মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দীপু, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নাহিদ রানা ও মুশফিক হাসান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img