২৭ জুলাই ২০২৪, শনিবার

শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও থাকছেন না রিয়াদ

- Advertisement -

মঙ্গলবার প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। অধিনায়ক হিসেবে আবারও দেখা যেতে পারে লিটন দাসকেই। কারণ, ইনজুরির কারণে মাহমুদুল্লাহ রিয়াদ থাকছেন না এই ম্যাচে। রিয়াদের ইনজুরি নিয়ে কথা বলতে গিয়ে হাবিবুল বাশার বলেছেন, “ওর একটু ব্যাক পেইন আছে, চিন্তার কোনো কারণ নেই। যেহেতু বিশ্বকাপে ব্যাক টু ব্যাক ম্যাচ, বিশ্রামেরও সুযোগ কম। তাই, আমরা কোনো রিস্ক নিতে চাইনা। ওকে কালকের ম্যাচেও বিশ্রাম দেয়া হবে”

কন্ডিশনের সাথে মানিয়ে নিতে শুরু করেছে টাইগাররা

ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ পেছানোর কারণে বেশ আগেভাগেই ওমানে গিয়েছে বাংলাদেশ দল। ওমানে আগেই যাওয়াটা কতটা উপকারে এসেছে তা স্পষ্ট বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়কের কথাতেই, “ওমানের উইকেট অনেক ফ্রেশ, ডিফারেন্ট। ওখানে কিন্তু আইপিএলের ম্যাচ হয়নি। আইপিএলে শারজাহ এবং আবুধাবির পিচ যেমন দেখেছি, ওমানের পিচ তার একিবারেই উল্টো। সন্ধ্যের পর এখানে শিশির পরে, দিনের বেলা গরম থাকে। এসব বিষয় জানার ছিল।  উইকেট যথেষ্ঠ ভালো। পেসারদের এবং ব্যাটসম্যানদের জন্য আদর্শ উইকেট; কন্ডিশনটা অনেকটাই আমাদের দেশের মতো। আবুধাবিতে খেলার পর আরো ভালো বুঝতে পারবো কেমন উইকেট আমাদের ফেস করতে হতে পারে, যদি আমরা দ্বিতীয় রাউন্ডে পৌছতে পারি। একটা টুর্নামেন্টের উইকেটের সম্পর্কে, কন্ডিশনের সম্পর্কে ভালো ধারণা পাচ্ছি এখানে আগে আসার কারণে”

ফিজ ফিরলেও সাকিব ফিরবেন আইপিএল শেষ করে

সোমবার দলের সাথে যোগ দিয়েছেন মুস্তাফিজুর রহমান, দ্রুতি যোগ দেবেন সাকিব আল হাসানও। বাশার কথা বলেছেন তাদের নিয়েও, “মুস্তাফিজের দলে ফেরাটা দারুণ ব্যাপার। ও এখানে খেলেছে, এখানকার কন্ডিশনের ব্যাপারেও ধারণা আছে। সাকিবও জলদি যোগ দেবে। সবমিলে সবকিছুই ভালো যাচ্ছে। আশা করছি বিশ্বকাপে ভালো করবো”

দলের সকলকেই অনেক আত্মবিশ্বাসী মনে হচ্ছে বাশারের; খেলোয়াড়েরা দ্রুতই নাকি মানিয়ে নিতে শুরু করেছে কন্ডিশনের সাথেও। সবমিলে বেশ আশাবাদী বাশার, “সবাইকে অনেক আত্মবিশ্বাসী মনে হচ্ছে। এখানে আগে আসাতে অনেক কাজে দিয়েছে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img