প্রথম টেস্ট ঠিক যেখানে শেষ দ্বিতীয় টেস্টের শুরু যেন সেখান থেকেই। আগের দিন রাতে পাল্লেকের উইকেট পেয়েছে ডিমেরিট পয়েন্ট। অথচ দ্বিতীয় দিনে সেই পুরনো গল্প। ব্যাটিংবান্ধব উইকেট আর বাংলাদেশ দলের ক্যাচ মিসের সুবিধা নিয়ে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে দাপট দেখাল শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। দিনশেষে রান ১ উইকেটে ২৯১।
কখনো উইকেটের অজুহাত আবার কখনো কন্ডিশনের, সাফল্যের আর দেখা নাই। টেস্ট ক্রিকেট যতটা মাঠের খেলা ততটাই মনস্তাত্বিক, প্ল্যান ‘এ’ কাজ না না করলে কাজে লাগাতে হয় প্ল্যান ‘বি’, তবে কুড়ি বছর পেরিয়েও মুখস্তধারায় টেস্ট খেলা যাওয়া টাইগাররা আদৌ কি কিছু শিখতে পেরেছে? পাল্লেকেলে দ্বিতীয় টেস্টের প্রথম দিনও কাটল নির্বিষ বোলিংয়ের অংক কষতে কষতে। পেসাররা শুরুতে সম্ভাবনার জন্ম দিয়েছিলেন, ক্যাচ মিসের মাশুল গুণতে হয়েছে। ক্যাপ্টেন আবার বেলা না গড়াতেই পেসারদের সরিয়ে এনেছেন স্পিনার; লাভ হয়নি।
প্রতিপক্ষের দুই ওপেনারই পেয়েছেন, সেঞ্চুরি, একজন এখনও অপরাজিত। দিনের একমাত্র সাফল্য শরিফুল ইসলামের বলে করুণারত্নের বিদায়, দিনের শেষদিকে আরও একটি সাফল্যের সম্ভাবনার জন্ম দিয়েছিলেন শরিফুল। তবে রিভিউতে সেই স্বপ্ন খেই হারিয়েছে। পুরোদিন করেও বাংলাদেশ তেমন সুযোগ তৈরি করতে পারেনি। থিরিমান্নে অপরাজিত আছেন ১৩১ রানে, ৪০ রানে ফার্নান্দো।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা (১ম ইনিংস): ৯০ ওভারে ২৯১/১ (থিরিমান্নে ১৩১*, করুনারত্নে ১১৮, ওশাদা ৪০*; শরিফুল ১৬-৩-৫২-১, আবু জায়েদ রাহী ১৬-৩-৪৭-০, তাসকিন আহমেদ ১৭-৩-৬৯-০, মেহেদী হাসান মিরাজ মিরাজ ২২-৪-৬৭-০, তাইজুল ইসলাম ১৯-২-৫৬-০)।