১৩ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার

শ্রীলঙ্কায় টাইগারদের নববর্ষ

- Advertisement -

চোখ যত দূরে যায় নীল জল,সাগরের পানি টলমল,দেখলেই মনে বাড়ে বল। এমন মুহুর্ত কে না চায়? অথচ,বাংলার ক্রিকেটাররা নৈসর্গিক সৌন্দর্যে থেকেও যেন চাঙ্গা হতে পারছেননা। রুম কিংবা ব্যালকনিতে চায়ের চুমুক দিয়ে সামনের ভারত মহাসাগর দেখেও মন ভরছে না। পহেলা বৈশাখের দিনে শ্রীলঙ্কায় রুম কোয়ারেন্টিনে একাকীত্বে আছেন টাইগার ক্রিকেটাররা। মাঝেমধ্যে প্রিয়জনের সাথে ভিডিওকলই বরং বেশি আনন্দ দিচ্ছে মুশফিক,মুমিনুলদের। তবে সোস্যাল প্ল্যাটফর্মে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সবাইকে সাবধানে থাকার আহ্ববান দিয়েছেন ওরা।

দুই টেস্ট খেলতে সোমবার শ্রীলঙ্কায় গেছে টিম বাংলাদেশ। রাজধানী কলম্বোর বেশ খানিকটা দূরে নিগোম্বো শহরে সাগর তীরের জেট ইয়াং বিচ হোটেলে উঠেছে অতিথিরা। বুধবারই কোয়ারেন্টিনের শেষ দিন। আজ আবারো করোনা পরীক্ষা হবে। নেগেটিভ সার্টিফিকেট মিললেই বৃহস্পতিবার থেকে মাঠের অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল।

অনুশীলন ও প্র্যাকটিস ম্যাচে লোকাল কাউকে পাওয়া যাবেনা,তাই প্রাথমিক দলের একুশজনই গেছেন লঙ্কায়। ১৭ ও ১৮ এপ্রিল কলম্বোতে নিজেদের মধ্যে দুই দিনের অনুশীলন ম্যাচ। এরপরই দুই টেস্টের জন্য মূল স্কোয়াড দেবেন দলের সঙ্গে থাকা প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে ২১ এপ্রিল শ্রীলঙ্কা-বাংলাদেশ প্রথম টেস্ট। একই ভেন্যুতে ২৯ এপ্রিল সিংহ-বাঘের শেষ লড়াই।

 

 

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img