৯ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

শ্রীলঙ্কা ইমার্জিং দলের কাছে বাংলাদেশের হার

- Advertisement -

শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৯৯ রানে হেরেছে বাংলাদেশ ইমার্জিং দল। লঙ্কানদের দেওয়া ২৫১ রানের টার্গেটে ১৫২ রানেই গুটিয়ে গেছে জুনিয়র টাইগাররা।

টসে জিতে শ্রীলঙ্কাকে আগে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। স্বাগতিকরা ৪৮.১ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৮ রান তোলার পর নামে বৃষ্টি। এরপর আর ব্যাটিং করতে পারেনি লঙ্কানরা। দলটির হয়ে তিনজন খেলেছেন পঞ্চাশোর্ধ রানের ইনিংস। ওপেনার মোহাম্মদ শামাজ করেছেন ৮৯ বলে ৯ বাউন্ডারিতে ৬২ রান। এছাড়াও নাভোদ প্রানাভিথানা খেলেছেন ৭১ বলে ৭ বাউন্ডারি ও ২ ছক্কায় ৬৬ রানের ইনিংস। অধিনায়ক আহান ভিক্রমাসিংহের ব্যাট থেকে এসেছে ৫৩ বলে ৬৮ রান।

বাংলাদেশের হয়ে ৯.১ ওভারে ৩২ রান দিয়ে চার উইকেট শিকার করেন পেসার রিপন মন্ডল। এছাড়াও একটি করে উইকেট শিকার করেছেন রাকিবুল ইসলাম, রিশাদ হোসেন ও আব্দুল্লাহ আল মামুন।

বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৫০ ওভারে ২৫১ রান। রান তাড়ায় প্রত্যাশিত ব্যাটিং করতে পারেনি পারভেজ হোসেন ইমন-মাহমুদুল হাসান জয়রা। লঙ্কান বোলারদের সামনে সুবিধা করতে পারেনি তারা। তবে ব্যতিক্রম ছিলেন মামুন। টাইগারদের ইনিংসের সর্বোচ্চ ৬৪ রান করেছেন এই ব্যাটার। এছাড়া বলার মতো কিছুই করতে পারেনি আর কেউ। মামুনের ফিফটি শুধু বাংলাদেশের হারের ব্যবধানই কমিয়েছে।

শ্রীলঙ্কার হয়ে ১০ ওভারে ৩০ রান দিয়ে চার উইকেট শিকার করেন আশিয়ান ড্যানিয়েল। তিনটি উইকেট নেন ইশান মালিঙ্গা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img