শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) অন্তর্বর্তীকালীন কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অর্জুনা রানাতুঙ্গা। ১৯৭৩ সালে প্রণীত শ্রীলঙ্কার ক্রীড়া আইনের অধীনে এই কমিটি নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। শ্রীলঙ্কাকে ১৯৯৬ সালে ওয়ানডে বিশ্বকাপ জিতিয়েছিলেন রানাতুঙ্গা।
শ্রীলঙ্কার ক্রিকেট প্রশাসকদের দূর্নীতির কারণে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে বিরোধ চলছিল অনেকদিন ধরেই। গত সপ্তাহে আইসিসিতে পাঠানো চিঠিতে ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে ক্রিকেট প্রশাসকদের ‘লজ্জাহীন, বিশ্বাসঘাতক ও অবিশ্বস্ত’ বলে অভিহিত করেন। এসবের জেরে শনিবার মন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেন এসএলসির সেক্রেটারি মোহন ডি সিলভা।
রানাতুঙ্গার অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কার ডেইরি মিরর। তাদের খবরে বলা হয়, এসএলসির কমিটি বরখাস্ত করার পর রানাতুঙ্গাকে চেয়ারম্যান করে একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করেছেন ক্রীড়ামন্ত্রী। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন শ্রীলঙ্কা ক্রিকেটের সাবেক প্রেসিডেন্ট উপালি ধর্মদাসা, অবসরপ্রাপ্ত বিচারক এস আই ইমাম, রোহিণী মারাসিংহে ও ইরাঙ্গানি পেরেরা, আইনজীবী রাকিথা রাজাপক্ষে এবং ব্যাবসায়ী হিশাম জামালদিন।
মাঠের বাইরের মতো মাঠের ক্রিকেটেও এলোমেলো শ্রীলঙ্কা। বিশ্বকাপে সাত ম্যাচ খেলে দুটিতে জিতে পয়েন্ট তালিকার সাতে তারা। সবশেষ ম্যাচে ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অলআউট হয়েছিল। সোমবার নিজেদের অষ্টম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে কুশল মেন্ডিসের দল।