৮ সেপ্টেম্বর ২০২৪, রবিবার

শ্রীলঙ্কা টেস্টের আগে ইনজুরিতে বেন স্টোকস

- Advertisement -

ইংল্যান্ড-শ্রীলঙ্কা টেস্ট শুরু হতে বাকি দশ দিনেরও কম সময়। এর আগেই হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। রবিবার রাতে ‘দ্য হান্ড্রেডে’ ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে ম্যাচে নর্দার্ন সুপারচার্জার্সের হয়ে ব্যাটিংয়ের সময় চোটে পড়ে মাঠ ছাড়তে হয় স্টোকসকে।

রবিবার ওল্ড ট্রাফোর্ডে রান ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে রান তাড়ার সময় বাম পায়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান স্টোকস। ১৫৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে স্টোকস নেমেছিলেন ওপেনিংয়ে। দ্রুত একটা সিঙ্গেল নেওয়ার পর পায়ে টান খেয়ে থেমে যেতে হয় তাঁকে। মাঠে পড়ে গিয়ে গ্লাভস খুলে ফেলেন। দলের ফিজিও ও স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন এরপর। পরে একটি স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সের দিকে নিয়ে যাওয়া হয় এ অলরাউন্ডারকে। ম্যাচ শেষে ক্রাচে ভর দিয়ে প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতে দেখা যায় এই ইংলিশ ম্যানকে।

তার এই চোট নিয়ে শঙ্কায় আছেন সুপারচার্জার্স অধিনায় হ্যারি ব্রুক। স্টোকসের ইনজুরি চিন্তার কারণ হতে পারে বলে জানিয়েছেন তিনি। হ্যারি ব্রুক বলেছেন, “দুর্ভাগ্যজনকভাবে এটা সুবিধার মনে হচ্ছে না। আমার মনে হয় সে কাল স্ক্যান করাবে। এরপর আমরা দেখব তার কী অবস্থা।” 

আগে থেকেই বাম হাঁটুর চোট নিয়ে ভুগছিলেন বেন স্টোকস। এরপর অস্ত্রোপচারও করান। নিজের বোলিংয়ের ছন্দ ফিরে পেতে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেননি তিনি। দ্য হানড্রেডে যদি তার দল পরের রাউন্ডে যায় তাহলে কমপক্ষে চারটি ম্যাচ মিস করবেন এই অলরাউন্ডার। এমনকি ২১ আগস্ট থেকে শুরু শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে খেলতে পারবেন কি না, সেটি নিশ্চিত নয়। শঙ্কা আছে তিন টেস্টের পুরো সিরিজ মিস করারও।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img