১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

শ্রীলঙ্কা থেকে সরে গেল আগামী অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ

- Advertisement -

শ্রীলঙ্কা ক্রিকেটের দুঃসময় যেন পিছুই ছাড়ছে না। সরকারি হস্তক্ষেপের কারণে গত ১০ নভেম্বর ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করেছিল। নিষেধাজ্ঞার পর আসন্ন ২০২৪ অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজক থেকেও শ্রীলঙ্কার নাম সরিয়ে নিল তারা। নতুন আয়োজকের নামও ঘোষণা করেছে আইসিসি, সাউথ আফ্রিকায় হবে টুর্নামেন্টটি। এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি।

মঙ্গলবার ভারতের আহমেদাবাদে জরুরী সভা করে আইসিসি। সেখানেই শ্রীলঙ্কার সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়। যার কারণে আইসিসির কোনো ইভেন্টও আয়োজন করতে পারবে না তারা।

আগামী বছরের জানুয়ারির ১৪ তারিখে শুরু হবে অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপ। ফেব্রুয়ারির ১৫ তারিখে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে টুর্নামেন্টটি। একই সময়ে সাউথ আফ্রিকার এসএ২০ হওয়ার কথা রয়েছে। ঘরোয়া টি-টোয়েন্টি লিগটি আগামী জানুয়ারির ১০ তারিখে শুরু হবে এবং ফাইনাল হবে ফেব্রুয়ারির ১০ তারিখ। তবে একসাথে দুটি টুর্নামেন্ট আয়োজন করতে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন ক্রিকেট সাউথ আফ্রিকার এক কর্মকর্তা।

২০২০ সালে সাউথ আফ্রিকায় অনুষ্ঠিত অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img