১০ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার

সংঘাত-উত্তেজনা ছাপিয়ে আর্জেন্টিনার রোমাঞ্চকর জয়

- Advertisement -

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে গোলটি করেন নিকোলাস ওতামেন্দি। উরুগুয়ের বিপক্ষে সবশেষ ম্যাচে হারের পর জয়ে ফিরলো লিওনেল মেসির দল। অন্যদিকে টানা চার ম্যাচ ধরে জয়হীন থাকল ব্রাজিল।

দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের লড়াই, মাঠের খেলায় উত্তেজনা থাকবে সেটাই স্বাভাবিক। মাঠের বাইরে সমর্থকদের মাঝে থাকে টানটান উত্তেজনা। ম্যাচ শুরুর আগে জাতীয় সংগীতের সময় মারাকানায় ঘটেছে অনাকাঙ্খিত ঘটনা। দুই দলের সমর্থকদের মাছে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা একসময় রুপ নেয় হাতাহাতিতে। এক পর্যায়ে মেসিসহ পুরো আর্জেন্টিনা দল এবং মার্কিনিওস তাদের শান্ত করার চেষ্টা করেন। তাতেও কোন কাজ হয়নি। বাধ্য হয়ে পুরো দল নিয়ে মাঠ ছাড়েন মেসি। যার কারণে বেশ কিছুক্ষণ পর শুরু হয় ম্যাচ।

ম্যাচ শুরুর আগে হাতাহতিতে জড়িয়ে পড়ে দুই দলের সমর্থকরা

খেলা শুরুর পর দুই দলের খেলোয়াড়দের মাঝেও ছিল আক্রমণাত্মক মনোভাব। একের পর এক ফাউল করেছে তারা। প্রথম ২৫ মিনিটে দুই দলের খেলোয়াড়রা অন্তুত ১০ বার ফাউলের শিকার হয়ে মাঠে পড়ে ছিলেন। ৩৩ মিনিটে আলিসন বেকারের পাস পেয়ে আর্জেন্টিনার দুই খেলোয়াড়কে কাটিয়ে বক্সের কাছাকাছি গিয়েছিলেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি কিন্তু শেষ পর্যন্ত শট নিতে পারেননি তিনি।

৩৭ মিনিটে রাফিনিয়ার নেওয়া ফ্রি কিক একটুর জন্য গোলবারের উপর দিয়ে যায়। ৪৪ মিনিটে মার্তিনেল্লির শট এমিলিয়ানো মার্তিনেজকে পেরিয়ে গেলেও আর্জেন্টিনার এক ডিফেন্ডার ফিরিয়ে দেন। প্রথমার্ধে দুই দল মিলে মোট ২২ বার ফাউল করেছে। যার মধ্যে ব্রাজিল ১৬টি ও আর্জেন্টিনা ফাউল করেছে ৬টি।

বিরতির পরও নিজেদের আক্রমণাত্মক মনোভাব ধরে রাখে ব্রাজিল। বেশ কয়েকবার সুযোগ তৈরী করলেও কাঙ্খিত গোলের দেখা পায়নি তারা। ৬৩ মিনিটে খেলার ধারার বিপরীতে এগিয়ে যায় আর্জেন্টিনা। লো সেলসোর নেওয়া কর্ণার কিক থেকে হেডে গোল করেন ওতামেন্দি।

ম্যাচের একমাত্র গোলটি করেন নিকোলাস ওতামেন্দি

এদিন ম্যাচে খুব একটা প্রভাব ফেলতে পারেননি মেসি। ৭৮ মিনিটে তাকে তুলে নিয়ে আনহেল দি মারিয়াকে মাঠে নামান লিওনেল স্ক্যালোনি। ৮২ মিনিটে রদ্রিগো ডি পলকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জোয়েলিংটন। এদিন ব্রাজিল গোলব্যবধানে পিছিয়ে থাকলেও ফাউলের দিক থেকে এগিয়ে ছিল। আর্জেন্টিনার ১৬ ফাউলের বিপরীতে ২৬টি ফাউল করেছে স্বাগতিকরা।

এই জয়ে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল আর্জেন্টিনা। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তালিকার ৬ নম্বরে ব্রাজিল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img