১০ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার

সন হিউং মিনের পাশে শেখ মোরসালিন

- Advertisement -

সময়টা দারুণ কাটছে বাংলাদেশের তরুণ ফুটবলার শেখ মোরসালিনের। ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে লেবাননের বিপক্ষে অসাধারণ একটি গোল করে দলকে ড্র এনে দিয়েছেন। যে ম্যাচটি আবার ছিল আগামী এশিয়ান কাপের সরাসরি বাছাইপর্বও। গত ১৬ ও ২১ নভেম্বর বাছাইয়ে পুরো এশিয়ায় ৩৬টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যেখান থেকে সেরা নয়জন পারফর্মার বেছে নিয়েছে এএফসি।

সেই তালিকায় দক্ষিণ কোরিয়ার সন হিউং মিনের সাথে জায়গা পেয়েছেন শেখ মোরসালিনও। এছাড়াও কাতারের আলমোয়েজ আলী, ইরানের মেহেদী তারেমি ও সৌদি আরবের সালেহ আল শেহরির মতো তারকারা জায়গা পেয়েছেন।

জাতীয় দলে অভিষেকের পর থেকেই দারুণ পারফর্ম্যান্স করছেন মোরসালিন। সবশেষ সাফে দুর্দান্ত খেলেছেন তরুণ এ মিডফিল্ডার। টুর্নামেন্টে দুটি গোল করেছিলেন তিনি। এরপর ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেও পেয়েছিলেন জালের দেখা।

সবশেষ লেবাননের বিপক্ষে বক্সের বাইরে থেকে যে গোলটি করেছেন তা বাংলাদেশের সমর্থকদের মনে থাকবে অনেকদিন। লেবাননের বক্সের বাইরে থেকে দুর পাল্লার শটে লক্ষ্যভেদ করে সমর্থকদের আনন্দের উপলক্ষ এনে দেন মোরসালিন। সব মিলিয়ে বাংলাদেশের জার্সিতে ৯ ম্যাচে চারটি গোল করেছেন তরুণ এ তারকা ফুটবলার।

 

 

 

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img