কেপটাউন টেস্টে প্রথম দিনে পড়েছিল ২৩ উইকেট; তাতেই অনেকেই ধরে নিয়ে ছিলেন দেড় দিন শেষ হতে পারে সাউথ আফ্রিকা-ভারতের দ্বিতীয় টেস্টটি। হয়েছেও তাই, বলের হিসেবে মাত্র ৬৪২ স্থায়ী ছিল এই ম্যাচ। যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে ছোট ম্যাচ। এর আগে ১৯৩২ সালে মেলবোর্নে অনুষ্ঠিত দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ম্যাচ স্থায়ী হয়েছিল ৬৫৬ বল।
কেপটাউনের পিচে রাজত্ব করেছে দুই দলের পেসাররা। ব্যাটারদের পিচে দাঁড়িয়ে থাকা দায় এমন অবস্থা। দ্বিতীয় টেস্টের পিচ এতটাই পেস সহায়ক ছিল যে, দুই দলের স্পিনাররা বল হাতে নেওয়ার সময়ই পায়নি। অন্য ব্যাটাররা যেখানে পেসের সামনে হিমশিম খাচ্ছিলেন সেখানে স্রোতের বিপরীতে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন এইডেন মার্করাম। তারপরেও ভারতকে ৭৯ রানের বেশি লক্ষ্য দিতে পারেনি সাউথ আফ্রিকা।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে আক্রমণাত্মক ব্যাটিং করেন যশ্বী জসওয়াল। ২৩ বলে ২৮ রান করে নান্দ্রে বার্গারের বলে স্টাবসকে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। জসওয়াল যখন আউট হন তখন ভারতের রান ৪৪। এরপর উইকেটে এসে ইতিবাচক ব্যাটিং শুরু করেছিলেন শুবমান গিল-বিরাট কোহলি। কিন্ত অসমান বাউন্সে পরাজিত হয়ে প্যাভিলিয়নে ফেরেন তারা। যথাক্রমে ১৬ ও ৪ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন রোহিত শর্মা-শ্রেয়াস আইয়ার।
সাউথ আফ্রিকার হয়ে একটি করে উইকেট নেন কাগিসো রাবাদা, নান্দ্রে বার্গার ও মার্কো জানসেন।