২৭ জুলাই ২০২৪, শনিবার

সবমিলে দিনটা ভালোই কেটেছে: সৌম্য

- Advertisement -

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ওমানে টাইগাররা; করেছে প্রথমদিনের অনুশীলন। ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের সাথে জিতে আত্মবিশ্বাসের যে তুঙ্গে আছে বাংলাদেশ দল সেটা অনুমান করাই যায়। এইমুহুর্তে তাই টাইগারদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ওমানের আবহাওয়ার সাথে নিজেদের মানিয়ে নেয়া। প্রথম দিনের অনুশীলন শেষে সৌম্য সরকারও জানিয়েছেন সেই কথাই, “বেশ কয়েকদিন পর অনুশীলনে ফিরতে পেরে ভালো লাগছে। ওয়েদারের সাথে সবাই মানায় নেয়ার চেষ্টা করছি। ফুটবল খেলেছি, নেটে সময় কাঁটিয়েছি। সবমিলে দিনটা ভালোই কেটেছে”

বোলিং করেছেন সৌম্য

বাংলাদেশে টাইগাররা খেলেছে স্লো স্পিনিং উইকেটে। স্বাভাবিকভাবেই ওমানের পিচ এমন হবে না। সৌম্যও জানালেন পিচে ছিল ঘাস, বল খুব ভালোই এসেছে ব্যাটে, “উইকেটে ঘাস ছিল। বোলারদের পাশাপাশি ব্যাটসম্যানদের জন্যও সুবিধার। বল ব্যাটে আসছিলো, তাই আশা করি সবকিছু ভালোই হবে। প্রথম দুই একদিন হয়তো ওয়েদারের সাথে মানায় নিতে সময় লাগবে, তারপর সব ঠিক হয়ে যাবে”

হাত ঘুরিয়েছেন স্পিনাররাও

টাইগারদের বিশ্বকাপ যাত্রা শুরু হতে যাচ্ছে ১৭ অক্টোবর। তার আগে ১২ ও ১৪ অক্টোবর খেলবে দুটি অফিশিয়াল প্রস্তুতি ম্যাচও। নিজেদের ভালো করার দারুণ সুযোগ দেখছেন টাইগার ওপেনার। জানিয়েছেন মানসিক এবং শারীরিক দুই দিক থেকেই সবাই আছেন দারুণ অবস্থানে, “মানসিক দিক থেকে সবাই প্রস্তুত। ঘরের মাঠে দুইটা সিরিজ জিতে এসেছি আমরা; বিশ্রামটাও পেয়েছি পর্যাপ্ত। সবাই খেলার মধ্যেই ছিল, ফিটনেসটাও ভালো আছে। এটাই সুযোগ”

শুক্রবার বাংলাদেশ সময় রাত আটটায় আল আমিরাত স্টেডিয়ামে ওমান ‘এ’ দলের সাথে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এরপর দুবাইয়ে পাড়ি জমাবেন অফিশিয়াল দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img