২৭ জুলাই ২০২৪, শনিবার

সবাইকে ছাড়িয়ে গেলেন এন্ডারসন

- Advertisement -

ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ড করলেন জেমস এন্ডারসন।  বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নেমেই  ডানহাতি  তারকা পেসার গড়ে ফেললেন রেকর্ড। এলিস্টার কুককে ছাড়িয়ে যাওয়ার পথে  খেলেছেন ১৬২টি টেস্ট।

ছবিঃ ইন্টারনেট
ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ টেস্ট খেলা ক্রিকেটার এখন এন্ডারসন

একজন পেসার হয়ে একশর বেশি ম্যাচ খেলা, এটাই ্তো হতে পারতো ইতিহাস। তবে এন্ডারসেন যে অন্য ধাতুতে গড়া। একে একে খেলেছেন ১৫০ টেস্ট। আর এখন সবকিছু ছাঁপিয়ে বনে গেলেন ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ টেস্ট খেলা ক্রিকেটার । দীর্ঘ এক যুগ ধরে এন্ডারসনের বোলিং পার্টনার স্টুয়ার্ট ব্রড  আছেন এই তালিকার তিন নম্বরে । তিনিও আছেন দেড়শ টেস্ট খেলার দোরগড়ায়, খেলেছেন ১৪৭টি টেস্ট ম্যাচ।

ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার পাশাপাশি আগেই হয়েছেন সর্বোচ্চ উইকেট শিকারি।  প্রথম পেসার হিসেবে নিয়েছেন  ৬০০ উইকেট । ১৬২টি টেস্টে ৬১৬টি উইকেট নেওয়া এন্ডারসনের সামনে শুধুই অনিল কুম্বলে (৬১৯), শেন ওয়ার্ন (৭০৮), এবং মুত্তিয়া মুরালিধরন (৮০০)। কুম্বলেকে ছাড়িয়ে যাওয়া হয়তো জিমির জন্য সময়েরই ব্যাপার হবে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img