সৌদি আরবের রিয়াদে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত হ্যাটট্রিকে বার্সেলোনাকে ৪-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচ শেষে সের্হিও রবার্তো-রোনালদ আরাউহোদের সাথে বিবাদে জড়ানো নিয়ে কথা বলছেন রিয়ালের জয়ের নায়ক ভিনিসিয়ুস। তার সাথে সবাই লড়াই করতে চায় কারণ এটা করলে সংবাদমাধ্যমে তারা আসতে পারবে বলে মনে করেন ব্রাজিলিয়ান তারকা।
ভিনিসিয়ুস বলেন, “আমি খুব কষ্ট পেয়েছি। কারণ, সবাই আমার সঙ্গে লড়াই করতে চায়। এরও একটা কারণ আছে। তারা জানে এটা সংবাদমাধ্যমে আসবে”
পুরো ম্যাচজুড়ে ভিনিসিয়ুসকে আটকাতে বেগ পেতে হয়েছে বার্সার রক্ষণভাগকে। ব্রাজিলিয়ান সুপারস্টারকে দুইবার মারাত্বক ফাউল করে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছেড়েছেন আরাউহো। তারপরেও ভিনিকে আটকাতে পারেননি বার্সা। রিয়ালকে জেতানোর পর ‘আমি সন্ত নই’ বলেছেন ভিনিসিয়ুস।
তিনি বলেন, “আমি আমার সতীর্থদের জন্য সম্ভাব্য সেরাটা খেলতে ম্যাচে মনোযোগ দিই। কিন্তু অমি সন্ত নই। কখনো কখনো বেশি কথা বলি আর ড্রিবল করি। যেগুলো আমার হয়তো করা উচিত নয়। কিন্তু আমি এখানে এসেছি সামনে এগিয়ে যেতে”
ম্যাচে বার্সেলোনার হয়ে একটি গোল করে হারের ব্যবধান কমিয়েছেন রবাট লেভানডফস্কি।