সাউথ আফ্রিকার ৩৫৭ রানের জবাবে জয় নিয়ে মাঠ ছাড়াটা কঠিন হবে নিউজিল্যান্ডের জন্য, সেটা প্রথম ইনিংস শেষেই অনুমান করা যাচ্ছিলো। তাই বলে এতটা কঠিন হয়ে যাবে, তা কেউ ভেবেছিল কি না তা নিয়ে সন্দেহ আছে। কঠিনের জায়গায় শব্দটা “অসম্ভব” হলেও বোধহয় ভুল হবে না। প্রোটিয়াদের বিপক্ষে মাত্র ১৬৭ রানেই যে অলআউট নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকার ১৯০ রানের বিশাল জয়।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ছন্দপতন। ইনিংসের তৃতীয় ওভারেই ব্যক্তিগত ২ রানে প্যাভিলিয়নে ডেভন কনওয়ে। এরপর উইল ইয়ং আর রাচীন রবীন্দ্র মিলে জুটি গড়ার চেষ্টা করলেও তা গিয়ে থামে দলীয় ৪৫ রানেই, যখন ব্যক্তিগত ৯ রানে সাজঘরে ফেরেন রবীন্দ্র। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারায় কিউইরা। দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেন গ্লেন ফিলিপস; ৩৩ রান আসে উইল ইয়ংয়ের ব্যাট থেকে, ডেরিল মিচেল করেছেন ২৪ রান।
সাউথ আফ্রিকার হয়ে ৪ উইকেট নিয়েছেন কেশব মহারাজ, মার্কো ইয়ানসেন নিয়েছেন ৩ উইকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে এই জয়ের মধ্য দিয়ে পয়েন্ট তালিকার সবার শীর্ষে এখন সাউথ আফ্রিকা।