তামিম ইকবালকে ছাড়াই বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। মঙ্গলবারের আগে অনেকেই ধরে নিয়েছিলেন বাঁহাতি ওপেনার মেগা আসরে খেলবেন। তবে ঘটেছে তার উল্টো, অভিজ্ঞ এ ক্রিকেটারকে দেখা যাবে না বিশ্বকাপে। কেনো তিনি নেই, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। বিগত কয়েকদিনে যা ঘটে গেছে তা সব কিছুই জানাবেন তামিম।
বুধবার বাঁহাতি ওপেনার নিজের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে লিখেছেন, “আজকে বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশে রওনা দেওয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েক দিনের ঘটে যাওয়া ব্যাপারে কিছু কথা বলব। গত কয়েক দিন অনেক কথাই গণমাধ্যমগুলোতে এসেছে। আমি মনে করি বাংলাদেশ দলের এবং আমার ভক্ত-সমর্থক সবারই পরিষ্কার ভাবে সবকিছু জানার অধিকার রাখে”

বিশ্বকাপ দল দেওয়ার পর থেকেই সাকিব আল হাসান ও চন্ডিকা হাথুরুসিংহের দায় দেখছেন ক্রীড়াপ্রেমীরা। এই নিয়ে তাদের সমালোচনায় মেতেছেন তারা। তবে সত্যিতা সামনে এনেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। ব্যক্তিগত ফেসবুকে পোস্ট করে তিনি জানিয়েছেন বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নিজেই নিয়েছেন তামিম।
মঙ্গলবার বিকেল চারটায় ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। এরপরই কথা বলবেন তামিম।