১৮ সেপ্টেম্বর ২০২৪, বুধবার

সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন ধাওয়ান

- Advertisement -

আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন শিখর ধাওয়ান। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে অবসরের বিষয়টি জানান ভারতীয় এ ব্যাটার। ১৪ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ধাওয়ান। সবশেষ ২০২২ সালে বাংলাদেশের বিপক্ষে ভারতের জার্সিতে খেলেছিলেন বাঁহাতি এ ওপেনার।

অবসরের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওতে ধাওয়ান বলেন, “জীবনে এগিয়ে যাওয়ার জন্য পৃষ্ঠাটি উল্টানো গুরুত্বপূর্ণ। সেই কারণেই আমি আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি। আমি বিদায় বেলায় মনে এই শান্তি নিয়ে যাচ্ছি যে আমি ভারতের হয়ে এতদিন খেলেছি। আমি নিজেকে বলেছি, তুমি আর ভারতের হয়ে খেলবে না বলে দুঃখ বোধ করো না, কিন্তু তুমি দেশের হয়ে খেলেছ বলে খুশি থাক।”

২০১০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ধাওয়ানের। এরপর দেশের হয়ে নিয়মিত খেলেছেন তিনি। তিন ফরম্যাটে ভারতের জার্সিতে খেলেছেন ২৬৯টি আন্তর্জাতিক ম্যাচ। যেখানে সেঞ্চুরি করেছেন মোটে ২৪টি। এরমধ্যে ১৭টি ওয়ানডে ও ৭টি টেস্ট সেঞ্চুরি রয়েছে। (বিস্তারিত আসছে)….

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img