১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার

আমার লক্ষ্য ছিল শুধুই দলের জন্য খেলা: রিয়াদ

- Advertisement -

যার দলেই থাকার কথা ছিল না, সেই মাহমুদউল্লাহ রিয়াদই বিশ্বকাপে এখন পর্যন্ত দলের সেরা পারফর্মার। সাউথ আফ্রিকার বিপক্ষে করেছেন সেঞ্চুরি। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে রিয়াদ যেন ভদ্র ভাষায় ক্ষোভই ঝাড়লেন। সব অভিযোগ তুলে রাখলেন সঠিক সময়ের জন্য।

“যা সময় কেটেছে ভালো কেটেছে, কিছু বলতে চাইছি না। যদিও অনেক কিছু নিয়ে বলতে চাই। কিন্তু এটা সঠিক সময় না। আমার লক্ষ্য ছিল শুধুই দলের জন্য খেলা, অবদান রাখা। আমার ক্যারিয়ার জুড়েই আমি অনেক আপস অ্যান্ড ডাউন দেখেছি। ইটস ফাইন” – সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ রিয়াদ

রিয়াদ যখন সেঞ্চুরি পূর্ণ করেছেন তখন বাংলাদেশের হার একরকম নিশ্চিত হয়ে গেছে। তবে উদযাপনে রিয়াদ ছিলেন প্রাণবন্ত। শূন্যে ভেসে কাউকে কোনো জবাবই কি দিতে চাইলেন?

“আমি জানি না, হয়তো আল্লাহ শক্তি দিয়েছিলেন। আমি চেষ্টা করেছি, ফিটনেস ঠিক রেখেছি। আর আগেও বললাম, সব প্রশ্নের উত্তর এখন দেব না। সময় হলে দিব, শেষে দিব। কোনো প্রতিবাদের ভাষা ছিল না। ১০০ হয়েছে। এটা শুধু সেলিব্রেশন ছিল। যদি জিততে পারতাম তাহলে বুনো উল্লাস করতাম” – সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ রিয়াদ

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img