বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে আর এক বছর মেয়াদ আছে নাজমুল হাসান পাপনের। দায়িত্ব ছাড়ার আগে সবকিছু ঠিক করে যেতে চান তিনি।
বিশ্বকাপের দলে তামিম ইকবাল না থাকা, এরপর বাঁহাতি ওপেনারের ফেসবুক বার্তায় ক্ষোভ প্রকাশ। ভারতে যাওয়ার আগে সাকিব আল হাসানের সাক্ষাৎকার। সব মিলিয়ে সাকিব-তামিমের দ্বন্দ্ব প্রকাশে আসে। সভাপতির দায়িত্ব ছাড়ার আগে সবকিছু ঠিক করতে চান পাপন।
সোমবার গণমাধ্যমকে বিসিবি সভাপতি জানিয়েছেন, “আমি বেশি দিন নাই। এই টার্মটা তো আর বেশি দিন নাই। এরপর আর এক বছর আছে। যাওয়ার আগে অবশ্যই আমি দলটা ঠিক করে যাব। যা যা করা দরকার এটা আমি করে যাব। সেটা ঠিক হবে কি না আমি জানি না। আমি যেটা মনে করি করা দরকার, ওটা করব। সেটা যদি অনেক কঠিন সিদ্ধান্তও হয়, সেটাও আমি নেব”
বোর্ড সভাপতির সাথে দেখা করতে সোমবার তার বাসায় গিয়েছিল তামিম। বেশ কিছুক্ষণ সেখানে সময়ও ব্যয় করেছেন দেশসেরা ওপেনার। এরপর তিনি পাপনের বাসা ছেড়ে বেরিয়ে যান। গুঞ্জন ছিলো, বোর্ড সভাপতির কাছে অনেক কিছুই বলতে চান তামিম। তবে নির্বাচনি ব্যস্ততা থাকায় বাঁহাতি ওপেনারের সাথে এখন এসব বিষয়ে কথা না বলে, তার চেয়ে বরং নির্বাচনের পর এবং বিপিএলের আগে আগে সব শুনতে চেয়েছেন পাপন।

এই বিষয়ে পাপন বলেন, “তামিম কিছু কথা বললো, এমন একটা সময় বলেছে যে আমার হাতে একদম সময় নেই। আর এক মাস পর আমার নির্বাচন। তাই এখন আমার এলাকাতেই থাকছি সবচেয়ে বেশি। আমি ওকে বলেছি দেখো, নির্বাচন শেষে এসেই যে আমি তোমার সব কথা শুনবো তেমন কিন্তু না। আমি কারো কথায় কিছু করবো না, আগে আমাকে নিজে জানতে হবে সমস্যাটা কোথায় এবং আমি ডিপে ঢুকে সমস্যাটা জানতে চাই”
সবার কাছে সবকিছু জানার পর নিজের মতো করে ডিসিশন নিতে চান পাপন। বোর্ড সভাপতির সাথে তামিমও নাকি একমত পোষণ করেছেন।